নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শারীরিক ভাবে সেনা জওয়ানদের সুস্থ ও ফিট থাকতে উৎসাহিত করতে এবং তাদের প্রতিদিনের জীবনে খেলাধুলা বজায় রাখতে দেশব্যাপী “ফিট ইন্ডিয়া ফ্রিডম রান” আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার। সিআরপিএফের জন্য ১ সেপ্টেম্বর, ২০২০ থেকে এই ইভেন্ট শুরু হয়েছে এবং শেষ হবে ২ অক্টোবর, ২০২০তে।
কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) “ফিট ইন্ডিয়া ফ্রিডম রান” আয়োজন করেছে
সমস্ত কোভিড -১৯ নিয়মাবলী এবং নির্দেশিকা মেনেই।
আরও পড়ুনঃ কান্দি রাজ কলেজের মেধা তালিকায় ধোনি
এদিন বৃহস্পতিবার কলকাতায় ফিট ইন্ডিয়া রানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন শ্রী প্রদীপ কুমার সিং, আইজিপি, সিআরপিএফ, পশ্চিমবঙ্গ সেক্টর, শ্রীমতি সীমা ধুন্দিয়া, ডিআইজি, পশ্চিমবঙ্গ সেক্টর, শ্রী রাজেশ কুমার, ডিআইজি, সিগন্যাল
রেঞ্জ, শ্রী বি ডি দাস, ডিআইজি, মধ্য অঞ্চল, অন্যান্য সিনিয়র অফিসার, জওয়ান এবং তাদের পশ্চিমবঙ্গ সেক্টরের মধ্য জোনের পরিবারের সদস্যরাও ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584