স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পুরস্কৃত করবে রাজ্যের ৭ পুলিশ আধিকারিককে

0
184

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রতি বছরই স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় বিভিন্ন রাজ্য থেকে একাধিক পুলিশকর্মীকে তাঁদের সাহসিকতা, কর্মনিষ্ঠা ও দায়বদ্ধতার জন্য ‘এক্সেলেন্স ইন ইনভেস্টিগেশন’ পুরস্কারে সম্মানিত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবারেও এই পুরস্কারের জন্য সারা দেশ থেকে ৬৪ জন পুলিশ অফিসারকে বেছে নিয়েছে কেন্দ্র সরকার।

police officers | newsfront.co
সম্মান অর্জনকারী ৷ সংবাদ চিত্র

সেই তালিকায় নাম রয়েছে বাংলার ৭ জন পুলিশকর্মীরও। এরা সকলেই ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদ মর্যাদার। সাফল্যের সঙ্গে বিভিন্ন তদন্তের নিষ্পত্তি করার জন্যই তাঁদের পুরস্কৃত করা হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রত্যেক বছরের মত, করোনা আবহেও এই পরম্পরার ব্যতিক্রম হচ্ছে না।

কারা কারা রয়েছেন এই তালিকায়? জানা গিয়েছে, ইন্সপেক্টর সুবীর কর্মকার, শুক্লা সিনহা রায়, ডেনিস অনুপ লাকরা, বিজয়কুমার যাদব, সাব ইন্সপেক্টর সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, প্রদীপ পাল ও বর্ণালী সরকার এই পুরস্কার পাচ্ছেন। এই ৭জন কর্মকর্তা হত্যা, ধর্ষণ, ডাকাতি এবং মানুষ পাচারের মতো জঘন্য অপরাধগুলি খুবই দক্ষতা এবং দ্রুততার সঙ্গে তদন্ত করেছেন।

আরও পড়ুনঃ বধূবরণ অনুষ্ঠানে শিক্ষা সামগ্রী, চারাগাছ প্রদান

রাজ্যের মানুষকে তাঁরা যেভাবে সেবা দিয়ে এসেছেন, তার জন্য পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের গৌরব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রতিবছর প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসের আগে সারা দেশ থেকে দক্ষ পুলিশ আধিকারিকদের বেছে নিয়ে পুরস্কৃত করে। এবারে কার্যত বাংলা থেকে রেকর্ড সংখ্যক পুলিশ আধিকারিক এই সম্মান পেতে চলেছেন।

এদিকে, রাজ্য ও কলকাতা পুলিশে একাধিক পদোন্নতি ও বদলির নির্দেশ দিল স্বরাষ্ট্র দফতর। বুধবার এই নির্দেশ জারি হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন আইপিএস ও ৭জন ডব্লুবিসিএস অফিসার । রাজ্য সশস্ত্র পুলিশের ১১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট ছিলেন জয় টুডু।

আরও পড়ুনঃ করোনা আবহে শুরু ক্লাস! দাসপুরের বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতনে

তাঁকে শিলিগুড়ি কমিশনারেটের জোন ১-এর ডেপুটি কমিশনার করা হল। নিমা নরবু ভুটিয়া ছিলেন এই পদে। তাঁকে রাজ্য সশস্ত্র পুলিশের ১১ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট করে আনা হল। অন্যদিকে, কলকাতা সশস্ত্র পুলিশের দ্বিতীয় ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার ছিলেন দ্যুতিমান ভট্টাচার্য্য।

তাঁকে হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার পদে বদলি করা হল। এই পদে ছিলেন প্রিয়ব্রত রায়। তাঁকে কলকাতা সশস্ত্র পুলিশের দ্বিতীয় ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার পদে বদলি করে আনা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here