শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বহুদিন ধরেই আর্থিক সংস্থান-সহ বিভিন্ন কারণে আটকে ছিল নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল প্রকল্প। এবার সেই প্রকল্পের জন্য ৫২৭ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, চলতি মাসের শেষ দিকেই এই মেট্রো প্রকল্পে কাজের জন্য টেন্ডার ডাকা হবে।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রেল প্রকল্প গড়ে তোলার ঘোষণা করেছিলেন। পরে অবশ্য এই প্রকল্পের কাজ শুরু হলে জমির সমস্যা নানা বাধার মুখে পড়তে হয় মেট্রো কর্তৃপক্ষকে। ফলে মাঝপথেই থমকে যায় এই প্রকল্পের কাজ। শেষমেশ জট কাটতেই এই মেট্রো প্রকল্পে টকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার।
জানা গিয়েছে, নতুন বরাদ্দ অর্থে এই মেট্রো করিডোরে সিটি সেন্টার ২ থেকে এয়ারপোর্ট পর্যন্ত ৩.৬ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত মেট্রো পথের কাজের অনেকটাই এগিয়ে যাবে।
আরও পড়ুনঃ বকেয়া রাজস্ব আদায় করতে এবার ১০০ শতাংশ সুদ মুকুবের ভাবনা পুরসভার
দুটি স্টেশনও তৈরি করা হবে। এছাড়াও রেল বিকাশ নিগম আরও একটি প্রকল্পের কাজে হাত লাগিয়েছে। নিউটাউন থেকে সিটি সেন্টার ২ পর্যন্ত ৭ টি স্টেশন তৈরি করা হবে। জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের পুজোর পর থেকেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে।
ইতিমধ্যেই ইস্ট ওয়েস্ট মেট্রোর মাধ্যমে প্রথম ধাপে সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল চালু হয়েছে। এবার কলকাতায় দীর্ঘতম বিমানবন্দর-নিউ গড়িয়া প্রকল্পের কাজ শেষ হলে দক্ষিণ ও পূর্ব কলকাতার একটি বিস্তীর্ণ অংশের মানুষের একদিকে তথ্যপ্রযুক্তি নগরী সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছতেও যেমন সুবিধা হবে, ঠিক তেমনি বিমানবন্দরে পৌঁছতেও ব্যাপক সুবিধা হবে। ফলে এই নতুন অর্থ বরাদ্দে স্বাভাবিক ভাবেই খুশি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584