নারদ তদন্তের চার্জশিট প্রকাশে মিলছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি, হতাশ সিবিআই

0
152

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

২০১৬ সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগে নারদ কাণ্ডের পর্দাফাঁস হলেও তার পরে কেটে গিয়েছে ৫ বছর। সম্ভাব্য সমস্ত ক্ষেত্রেই তদন্ত মোটামুটি সম্পূর্ণ। অথচ সমস্ত তদন্ত সম্পূর্ণ করেও স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সবুজ সঙ্কেত না মেলায় চার্জশিট পেশ করতে পারছে না সিবিআই। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

naroda case | newsfront.co
ফাইল চিত্র

আরও পড়ুনঃ ফেসবুক কম করে জেলাশাসককে এলাকায় ঘোরার পরামর্শ মুখ্যমন্ত্রীর

চার্জশিট পেশের অনুমতি চেয়ে ২০১৯ সালের এপ্রিল মাসে লোকসভার স্পিকারের কাছে আর্জি জানানো হলেও কোনও লাভ হয়নি। তারপর অভিযুক্ত আইপিএস অফিসার এসএমএইচ মির্জার নামে চার্জশিট পেশ করতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ১১ মাস আগে চিঠি পাঠিয়েও এখনও অনুমোদন আসেনি।

উল্লেখ্য, ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে নারদ নিউজ়ের কর্ণধার ম্যাথু স্যামুয়েলের স্টিং অপারেশনের ভিডিও রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছিল। সম্প্রতি এই কাণ্ডে জড়িত নেতা-মন্ত্রীদের কাছ থেকে ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত আয়-ব্যয়ের বিস্তারিত হিসেব জানতে চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

আরও পড়ুনঃ রাজ্যপালের জেলা ভিত্তিক ধর্ষণ পরিসংখ্যানের টুইট ঘিরে উঠছে প্রশ্ন

নারদ কাণ্ডে অভিযুক্তদের মধ্যে মুকুল রায় এবং শোভন চট্টোপাধ্যায় এখন বিজেপিতে। মুকুল–ঘনিষ্ঠ আইপিএস মির্জা এখন সাসপেন্ড হয়ে আছেন। সুলতান আহমেদ মারা গিয়েছেন। তাঁর ভাই ইকবাল আহমেদ অসুস্থ। শুভেন্দু অধিকারীর সঙ্গে ইদানীং দলের দূরত্ব বেড়েছে বলে সূত্রের খবর। মদন মিত্র সক্রিয় নন। অপরূপা পোদ্দারেরও দলের সাইডলাইনে। তবে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং সৌগত রায় সবক্ষেত্রেই সক্রিয় আছেন।

অভিযুক্তদের সকলেরই দাবি, লোকসভা ভোটের চাঁদা হিসেবেই তাঁরা ম্যাথুর কাছ থেকে টাকা নিয়েছিলেন। নির্বাচন কমিশনে পেশ করা হিসেবে ওই টাকার উল্লেখও রয়েছে। এই অবস্থায় নারদ তদন্তে চার্জশিট পেশ করতে না পেরে হতাশ সিবিআই গোয়েন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here