শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা নিয়ে বিস্তারিত তথ্য এল কেন্দ্রীয় প্রশাসনের কাছে। জানা গিয়েছে, দেশে এই মূহূর্তে আক্রান্তের সংখ্যা ১০৭। তার মধ্যে ফের করোনা সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ১০ জন।
তাদের মধ্যে কলকাতার বাসিন্দা একজন সম্প্রতি সুইৎজারল্যান্ড থেকে ফিরেছেন। আইসোলেশনে রয়েছেন ৩ ভারতীয় সহ ৬ জন। আর বাংলায় বাড়িতে নজরদারি রাখা হচ্ছে ১৯৭৭ জনকে।
ভারতে মোট ২,৫৬,৬৮২ জনকে করোনার জন্য স্ক্রিনিং-এর মাধ্যমে পরীক্ষা করে দেখা হয়েছে। তবে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট কারও আসেনি। কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে এবার ৬৮,৭৬১ জনকে স্ক্রিনিং এর মাধ্যমে পরীক্ষা করে দেখা হয়েছে।
উল্লেখ্য, এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা ১০৭ ছুঁয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। তাঁরা কর্ণাটক ও দিল্লির বাসিন্দা। ১০৭ জনের মধ্যে ৯০ জন ভারতীয়। এদের মধ্যে ১০ জন সুস্থও হয়েছেন।
আরও পড়ুনঃ করোনা নিয়ে সেলেব বার্তা
স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের একটি রাজ্যভিত্তিক তালিকা রবিবার দেওয়া হয়েছে।রাজ্যভিত্তিকভাবে যে তথ্য সামনে এসেছে তা মূলত এইরকম, দিল্লিতে ৭ জন, পার্শ্ববর্তী এলাকা হরিয়ানায় ১৪ জন যারা প্রত্যেকেই বিদেশি, কেরলে ২২ জন, রাজস্থানে ২ জন ভারতীয় এবং ২ জন বিদেশি, তেলেঙ্গানায় ৩ জন, উত্তরপ্রদেশে ১১ জন ভারতীয় এবং ১ জন বিদেশি, লাদাখে ৩ জন, তামিলনাডুতে ১ জন, জম্মু ও কাশ্মীরে ২ জন, পঞ্জাবে ১ জন এবং কর্নাটকে ৬ জন, মহারাষ্ট্রে ৩১ জন এবং অন্ধ্রপ্রদেশে ১ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত যা হিসেব করলে ১০৭ জন। এঁদের মধ্যে ৩১ জন হিসেবে শীর্ষে মহারাষ্ট্র। মোট ৯০ জন ভারতীয় এবং ১৭ জন বিদেশি এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584