করোনা টিকা নিয়ে গুজব ছড়ালেই এবার কড়া ব্যবস্থা, রাজ্যগুলিকে কেন্দ্রের নির্দেশ

0
62

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

corona vaccine | newsfront.co

সম্প্রতি ভারতে এসেছে করোনা টিকা। শুরু হয়ে গিয়েছে টিকাকরণ প্রক্রিয়াও। এই মহাষৌধি নিয়ে গুজব ছড়ালেই এবার কড়া ব্যবস্থা নেবে কেন্দ্র। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে গুজব ছড়ালেই এবার আইনি ব্যবস্থা নিতে বলল স্বরাষ্ট্রমন্ত্রক। গত সপ্তাহে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা চিঠি লিখে জানিয়েছেন, ‘সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন করোনা টিকা নিয়ে কোনওরকম গুজব বা অপপ্রচার রুখতে কড়া ব্যবস্থা নিক। সেইসঙ্গে মহামারী প্রতিরোধ আইনে ভারতীয় দণ্ডবিধিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করুক। পাশাপাশি গণ টিকাকরণ যাতে সুষ্ঠুভাবে সংঘটিত হয় সেদিকেও যেন প্রশাসন নজর দেয়।’

স্বরাষ্ট্রসচিব চিঠিতে আরও লিখেছেন, “আমি এটা জানাতে চাই যে, জাতীয় নিয়ন্ত্রক সংস্থা এই দুই ভ্যাকসিনকে সুরক্ষিত ও প্রতিষেধক হিসাবে অনুমোদন দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, বেশ কিছু গুজব এবং অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যার ফলে দুই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। এই ধরনের গুজব ছড়ানোয় সিংহভাগ মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুনঃ যৌথ ব্রিগেড সমাবেশে রাহুল, কানাইয়া-তেজস্বীকে আনার চেষ্টা বাম-কংগ্রেসের

এদিকে, বৃহস্পতিবার গুরগাঁওয়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার পর শুক্রবার মৃত্যু হয় এক মহিলা স্বাস্থ্যকর্মীর। যদিও টিকার সঙ্গে সমস্ত যোগসূত্র অস্বীকার করেছেন স্বাস্থ্য আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here