নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
চিনের বিরুদ্ধে ফের ‘ডিজিটাল স্ট্রাইট’ ভারতের। ফের ৪৭ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করছে সরকার। সোমবার ফের তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই ৪৭ টি অ্যাপ আগের ৫৯ টি অ্যাপগুলির ‘লাইট’ ভার্সন অথবা ক্লোন ছিল। জুনের শেষের দিকেই ৫৯ টি চিনা অ্যাপ্লিকেশন সরকার “জাতীয় স্বার্থ এবং সুরক্ষা রক্ষা করতে” নিষিদ্ধ করেছিল যার মধ্যে রয়েছে বিশাল জনপ্রিয় টিকটক অ্যাপ্লিকেশনটিও।
জাতীয় সুরক্ষা, সংহতি, নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং এদেশের সাধারণ মানুষের তথ্য নিরাপত্তা নিশ্চিত করতেই গত ২৯ জুন টিকটক, শেয়ারইট, ইউসিব্রাউজার সহ ৫৯ চিনা অ্যাপ তথ্য-প্রযুক্তি আইনের ৬৯-এ ধারায় নিষিদ্ধ করে ভারত। তথ্য-প্রযুক্তি মন্ত্রক জানিয়েছিল, এই প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে চলবে।
আরও পড়ুনঃ জুম অ্যাপের বিকল্প ‘দৃষ্টি’ উপহার দিল ঘাটালের অর্ণব মোদক
নতুন করে ৪৭টি চিনা অ্যাপ নিষিদ্ধকরণ সেই প্রক্রিয়ারই ফলশ্রুতি বলে জানানো হয়েছে। শোনা যাচ্ছে যে, পাবজি মোবাইল সহ শীর্ষস্থানীয় কিছু গেমিং অ্যাপ্লিকেশনও নিষিদ্ধ অ্যাপের নতুন তালিকায় থাকবে। তবে সরকার এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
আরও পড়ুনঃ ৫৯টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করছে মোদী সরকার
এক মাস আগে ভারত-চিন নিয়ন্ত্রণরেখার লাদাখ সীমান্তে দু’দেশের মধ্যে সংঘাত তীব্র ছিল। পরে সেনা, কূটনীতিক ও বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে সীমান্ত পরিস্থিতি কিছুয়া প্রশমিত হয়। কিন্তু, প্যাংগং, দেপসাং, পিপি ১৭-এ থেকে সরতে নারাজ চিনা সেনা। ফলে সংঘাতের আবহ ফের তুঙ্গে উঠতে পারে বলে জল্পনা। তারই মাঝে বেজিংয়ের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে ফের ‘ডিজিটাল স্ট্রাইক’ হানল মোদী সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584