নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আরও ৪ মাস বাড়ল ‘প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনা’ প্রকল্পের মেয়াদ। অর্থাৎ বিনামূল্যে কেন্দ্রের রেশন মিলবে ২০২২ সালের মার্চ পর্যন্ত। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা টুইট করে জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে জানান, এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ৮০ কোটি ভারতীয়।
উল্লেখ্য, চলতি নভেম্বর মাসেই এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এরপর মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে শুরু হয় জল্পনা। গত বছর মার্চ মাসের শেষে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের মধ্যে কাজ হারিয়ে চরম আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছিলেন বহু মানুষ। সেই সময় ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ প্রকল্পের অন্তর্গত ৮০ কোটি ভারতীয়ের জন্য মাথা পিছু ৫ কেজি করে চাল, গম বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র সরকার। এরপর নভেম্বরে বন্ধ হয় সেই পরিষেবা। ফের জুন মাসে শুরু হয়। তবে প্রকল্পের মেয়াদ শেষ হতে চলেছিল এই নভেম্বরেই। এরপর আরও ছ’মাস এই প্রকল্প চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস।
It has been decided to extend the 'PM Garib Kalyan Anna Yojana' to provide free ration till March 2022: Union Minister Anurag Thakur on Cabinet decisions pic.twitter.com/9XO70IQXSz
— ANI (@ANI) November 24, 2021
Today’s Cabinet decision will benefit 80 crore Indians and is in line with our commitment of ensuring greater public welfare. https://t.co/1JUQ8KJc7B
— Narendra Modi (@narendramodi) November 24, 2021
আরও পড়ুনঃ কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদন পেল কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাব
বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। গতকালের সিদ্ধান্তের পর তৃনমূলের সেই আর্জি কার্যত মেনে নিল কেন্দ্র। আরও ৪ মাস বাড়িয়ে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত প্রকল্প চালু রাখার সিদ্ধান্ত নিল মোদী সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584