হজযাত্রায় নিষেধাজ্ঞা কেন্দ্রের

0
38

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

গোটা বিশ্বে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সেই কারণেই এবছর বিদেশ থেকে কোনও মুসলিমকে হজে আসতে দেওয়া হবে না। সোমবার একথা পরিষ্কার জানিয়ে দেওয়া হল সৌদি আরবের পক্ষ থেকে। সৌদি ঘোষণা করে দিয়েছে শুধু স্থানীয় মানুষজন হজে অংশ নিতে পারবে।

flight service | newsfront.co
প্রতীকী চিত্র

কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নখভি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে করোনা পরিস্থিতির জন্য ২০২০ সালের হজযাত্রায় সৌদি আরবে ভারত থেকে কোনও হজযাত্রীদের পাঠানো হবে না। ২ লক্ষ ৩০ হাজারের মতো অ্যাপ্লিকেশনের টাকা জমা পড়েছে। সেই টাকার সম্পূর্ণটাই তীর্থযাত্রীদের সরাসরি ফিরিয়ে দেওয়া হবে।“

কিছুদিন আগেই সৌদি আরব ঘোষণা করে যে, অত্যন্ত সীমিত লোক নিয়ে হজ আয়োজনের অনুমতি দেওয়া হবে। কিন্তু করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্তে উপনীত হয় ভারত সরকার।

আরও পড়ুনঃ সাফুরা জারগারের জামিন মঞ্জুর দিল্লি হাইকোর্টে

প্রতিবছর হজের সময় ২০ লক্ষ মুসলিম হজে আসেন ৷ এবার তাই সেখানের ১৫৬০ মসজিদে চরম নিরাপত্তা জারি করা হয়েছে ৷ মসজিদ পরিচলন কমিটিগুলিকে ধর্মস্থান পরিষ্কার রাখার ও সমস্ত সুরক্ষাবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিভিন্ন এজেন্সি এই দায়িত্ব পালন করবে ৷ সোমবার সৌদির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়, অনাড়ম্বর ভাবে এবারে হজের আয়োজন করা হচ্ছে। এতে খুব কম সংখ্যক মানুষই অংশ নিতে পারবেন। দেশের বাইরে থেকে এবছর কাউকে হজে আসতে দেওয়া হবে না। বিভিন্ন দেশের যে সমস্ত নাগরিক বর্তমানে সৌদি আরবে রয়েছেন, একমাত্র তাঁরাই হজ পালন করতে পারবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here