‘ভ্যাকসিন নষ্ট হলে তার প্রভাব পড়বে রাজ্যের বরাদ্দে’, নতুন নির্দেশিকা জারি মোদী সরকারের

0
59

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনা ভ্যাকসিন নিয়ে লেগেই রয়েছে রাজ্য-কেন্দ্র সংঘাত। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। এরই মাঝেই টিকা বণ্টন নিয়ে নতুন সংশোধিত নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার।

corona vaccine | newsfront.co
প্রতীকী চিত্র

নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, কোন রাজ্যের জন্য বরাদ্দ কত ভ্যাকসিন। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভ্যাকসিন নষ্ট হলে তার প্রভাব পড়বে রাজ্যের বরাদ্দে।

আরও পড়ুনঃ আগামীকাল থেকে খুলতে চলেছে কফি হাউসের দরজা, মানতে হবে স্বাস্থ্যবিধি

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক পরিসংখ্যান অনুযায়ী, দেশজুড়ে গণ টিকাকরণে প্রথম তিন মাসে নষ্ট হয়েছে প্রায় ৪৪ লক্ষ ভ্যাকসিন। এই তালিকায় প্রথমেই রয়েছে ঝাড়খণ্ড, তারপর ছত্তিশগড়, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর, এবং মধ্যপ্রদেশও।

প্রসঙ্গত, কেউ পাবে বিনামূল্যে আর কাউকে গাঁটের পয়সা খরচ করে নিতে হবে ভ্যাকসিন, এই প্রসঙ্গে কেন্দ্রকে কড়া ভৎসনা করে দেশের শীর্ষ আদালত। এই নিয়ে বিরোধীদের তোপের মুখেও পড়তে হয়েছে মোদী সরকারকে।

আরও পড়ুনঃ ১৫ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া

তাদের বক্তব্য, ভ্যাকসিনের জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা দিয়ে সমস্ত দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে না কেন কেন্দ্র সরকার? এরপরই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ২১ জুন থেকে ১৮ বছরের উর্ধ্বে সবাইকে কেন্দ্র বিনামূল্যে ভ্যাকসিন দেবে। এর পাশাপাশি তিনি আরো বলেন, উৎপাদক সংস্থার কাছ থেকে ভ্যাকসিন কিনে বিনামূল্যে তা রাজ্য সরকারকে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here