ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
টুলকিট নিয়ে ‘ভুয়ো’ টুইট করেছেন বিজেপি নেতারা। দলের মুখপাত্র সম্বিত পাত্র , সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ আরো তিন বিজেপি নেতা এই টুলকিট সংক্রান্ত টুইট টি করেন। শেষমেশ দেখা যায় এটি ভুয়ো, সেই অভিযোগে টুইটার তাঁদের এই টুইটগুলিকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ বলে চিহ্নিত করে দেয়। তাতেই বেজায় চটেছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় ইলেক্ট্রনিকস এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এবার টুইটারকে কড়া নির্দেশ পাঠালো যাতে টুলকিট সংক্রান্ত সেই টুইটগুলি থেকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ ট্যাগ সরিয়ে দেয় এই মাইক্রোব্লগিং সাইট।কেন্দ্রের দাবি, বিজেপি নেতাদের টুইটকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ হিসেবে দাগিয়ে দেওয়া বিষয়টি পক্ষপাতদুষ্ট এবং এটি টুইটারের একতরফা সিদ্ধান্ত। বিতর্কিত এই টুলকিট সংক্রান্ত বিষয়ের সত্যতা নিয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুনঃ দলবদলু তৃণমূল নেতাদের জন্য “বেসুরো” স্বীকারোক্তি ফর্ম বানালো দেবাংশু ভট্টাচার্য
এই কারণেই সরিয়ে নিতে হবে অর্থাৎ তদন্তাধীন বিষয় নিয়ে নিজেদের মত সিদ্ধান্ত নিয়ে একে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ বলে চিহ্নিত করে দিয়েছে টুইটার। এর ফলে প্রভাবিত হতে পারে তদন্ত, এমনটাই দাবি করা হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে। যথাযথ তদন্তের স্বার্থে বিজেপি নেতাদের টুলকিট টুইটগুলি থেকে টুইটারকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ ট্যাগ সরাতে নির্দেশ দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুনঃ রিপোর্ট নেগেটিভ আসার পরও মৃত্যু হল প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনুদ্দিন শামসের
বিজেপির মুখ্য মুখপাত্র সম্বিত পাত্র কয়েকদিন আগে একটি টুইট করে দাবি করেন যে কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানহানীর লক্ষ্যে করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করছে। করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেনকে মোদি স্ট্রেন হিসেবে প্রচার করছে তারা।
আরও পড়ুনঃ সম্বিত পাত্রের টুলকিট-টুইট ‘ম্যানিপুলেটেড মিডিয়া’, কংগ্রেসকে চাপে ফেলতে মুখ পুড়ল বিজেপির
সম্বিতের এই দাবিকে তৎক্ষণাৎ অস্বীকার করে কংগ্রেস। এই নিয়ে কংগ্রেসকে চাপে ফেলাই ছিল বিজেপির উদ্দেশ্য। এরপরেই কার্যত কংগ্রেসের বক্তব্যকে সঠিক মেনে নিয়েই সম্বিত পাত্র, জেপি নাড্ডাদের টুইটকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ বা কারসাজি করা মিডিয়ার ট্যাগ দেয় টুইটার কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584