শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
জয় হল দীর্ঘ কৃষক আন্দোলনের। অবশেষে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করলো মোদি সরকার।
শুক্রবার জাতীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা যায় কৃষক আন্দলনের ফলে পিছু হঠতে বাধ্য হলো কেন্দ্র। পাশাপাশি আক্ষেপের সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়, এদিনের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।“
#WATCH | We have decided to repeal all 3 farm laws, will begin the procedure at the Parliament session that begins this month. I urge farmers to return home to their families and let's start afresh: PM Narendra Modi pic.twitter.com/0irwGpna2N
— ANI (@ANI) November 19, 2021
গুরু নানকের জন্মদিবস ‘গুরু পুরব’ এর দিনে প্রধানমন্ত্রীর এই ঘোষণা অনেকটাই আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের দিকে তাকিয়ে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে , ‘কৃষি আইন’ প্রত্যাহারের ঘোষণা নিঃসন্দেহে সাম্প্রতিককালের একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত তা বলা বাহুল্য। কারণ কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনকারী কৃষকদের একটা বড় অংশই পঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের বাসিন্দা এবং আগামী বছরের গোড়াতেই পঞ্জাব এবং উত্তরপ্রদেশে বিধানসভা ভোট।
এদিনের ভাষণে কৃষকদের আন্দোলন ছেড়ে চাষের ক্ষেতে ফিরতেও আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। আন্দোলনের পথ ছেড়ে আবার নতুন করে সব কিছু শুরু করার আবেদন জানালেন প্রধানমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584