ব্যবহার করা যাবে না চিনা সরঞ্জাম, বিএসএনএল-কে নির্দেশ কেন্দ্রের

0
67

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

সোমবার লাদাখে ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। গালওয়ান উপত্যকায় হওয়া ওই সংঘর্ষের জেরে নিহত হন ২০ জন ভারতীয় সেনা জওয়ান। বৃহস্পতিবার জানা যায়, আর্থিক ক্ষেত্রে চিনের বিরুদ্ধে দু’টি পদক্ষেপ নিচ্ছে ভারত। প্রথমত, ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল-এর ৪ জি পরিষেবার উন্নতিতে কোনও চাইনিজ সরঞ্জাম ব্যবহার করা যাবে না, এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক।

BSNL | newsfront.co
প্রতীকী চিত্র

সরকারের টেলি যোগাযোগ দফতর থেকে জানানো হয়েছে, বেসরকারি সংস্থাগুলিকেও বলা হতে পারে, চিনের তৈরি জিনিসপত্রের ওপরে নির্ভরশীলতা কমাতে হবে। কারণ এই পরিস্থিতিতে চিনের যন্ত্রপাতি দিয়ে টেলিফোনের যে নেটওয়ার্ক গড়ে তোলা হবে, তার নিরাপত্তা নিয়ে সংশয় আছে। জানা গেছে, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি তাদের বর্তমান নেটওয়ার্কগুলিতে হুয়াইয়ের সঙ্গে কাজ করে, অন্যদিকে জেডটিই কাজ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল-এর সঙ্গে।

আরও পড়ুনঃ আনলকের মাধ্যমেই সমাধান খুঁজতে হবে, লকডাউনের গুজব উড়িয়ে বললেন প্রধানমন্ত্রী

২০১২ সালে আমেরিকার তরফে একটি চিনা সংস্থার নির্মিত টেলিকম নেটওয়ার্ক থেকে সাইবার গুপ্তচরবৃত্তির সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছিল। সেই সময়েই হুয়াই এবং জেডটিইয়ের সঙ্গে ব্যবসা করার বিষয়ে বিবেচনা করার জন্যে মার্কিন সংস্থাগুলি পরামর্শ দিয়েছিল। যদিও সেই সময় চিনা সংস্থাগুলো ওই অভিযোগগুলি অস্বীকার করে।

দ্বিতীয়ত, রেলে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে সিগন্যালিং সিস্টেম বসানোর জন্য কন্ট্রাক্ট পেয়েছিল চায়না রেলওয়ে সিগন্যাল অ্যান্ড কমিউনিকেশনস নামে এক সংস্থা। ২০১৬ সালে তারা ওই কন্ট্রাক্ট পায়। কিন্তু লাদাখের ঘটনার পরে সেই কন্ট্রাক্ট বাতিল করে দেওয়া হতে পারে বলে জানায় কেন্দ্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here