বিনিয়ন্ত্রণ হতে চলেছে রান্নার গ্যাসের দাম

0
97

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনা মোকাবিলায় দীর্ঘদিন ধরে দেশজুড়ে লকডাউন চলছে। যার জেরে দেশের অর্থনীতিও দুর্বল হয়ে পড়েছে। তাই দেশের এই বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক আর্থিক সংস্কারের পথে হাঁটছে মোদি সরকার ২.০। এবার সেই কর্মসূচির অংশ হিসাবে ধীরে ধীরে দেশের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বিনিয়ন্ত্রণ করতে চলেছে কেন্দ্র। শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর মতে এই বিনিয়ন্ত্রণের কারণে বিদেশি লগ্নি আকৃষ্ট হবে। ফলে দেশের ভেতরে গ্যাস উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

LPG | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, ২০১০ সালে দ্বিতীয় ইউপিএ সরকার পেট্রলের দাম সরকারি নিয়ন্ত্রণ মুক্ত করেছিল। সেই পথে হেঁটে ২০১৪ সালে ক্ষমতায় এসে প্রথম মোদি সরকার ডিজেলের দাম বিনিয়ন্ত্রণ করেছিল। বিশ্ব বাজারে তেলের দামের ওঠা পড়ার সঙ্গে তাল মিলিয়েই দাম ঠিক করে তেল সংস্থা গুলি।

দিল্লিতে বিএনইএফ -এর শীর্ষ সম্মেলনে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানান, ভারতে গ্যাসের মূল্য নির্ধারণ ও বিপণনে স্বাধীনতা দেওয়া হচ্ছে যাতে লগ্নিকারীরা আরও বেশি করে লগ্নি করে ও উৎপাদন করে।

আরও পড়ুনঃ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি এখন যেন নিয়ম হয়ে গেছে

বর্তমানে গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রের নিয়ন্ত্রণ আছে। যা ভবিষ্যতে থাকবে না। সেই নিয়ন্ত্রণ তুলে দিতে চাইছে কেন্দ্র। বর্তমানে দেশে যে পরিমাণ জ্বালানি ব্যবহৃত হয় তার মধ্যে গ্যাস হল ৬.২ শতাংশ। আগামী ২০৩০ সালের মধ্যে একে ১৫ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এর প্রধান কারণ হল দূষণ নিয়ন্ত্রণ। জ্বালানি হিসেবে গ্যাসের ব্যবহার বাড়লে দূষণ কমানো যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here