মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
গোটা বিশ্ব এই মুহূর্তে করোনার কবলে। ভারতকেও গ্রাস করেছে এই মারণ ভাইরাস। সংক্রমণ রুখতে আন্তর্জাতিক বিমান ওঠা নামা বন্ধ করা হয়েছে। ট্রেনও বন্ধ। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ফলে অনেক ভারতীয় আটকে পড়েছেন বিদেশে। দেশে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও করোনার কারণে ফিরতে পারেননি তাঁরা।

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৪২,৮০০ ছাড়িয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে দেশে আবার তৃতীয় পর্যায়ের লকডাউন শুরু হল। এই লকডাউনের মধ্যেই অর্থাৎ আগামী ৭মে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো হবে বলে জানাল কেন্দ্রীয় সরকার। প্রবাসীদের দেশে ফেরাতে বিমান ও জাহাজের বন্দোবস্ত করা হবে বলেও জানায় কেন্দ্র।
বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো কথা কেন্দ্র জানালে ওই ভারতীয়দের পরিবারের মুখে হাসি ফুটে ওঠে। লকডাউনের সময় প্রবাসী ভারতীয়দের কথা ভেবে কেন্দ্রের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান আটকে থাকা ভারতীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584