Pegasus: পেগাস্যাস কান্ডে জাতীয় নিরাপত্তার প্রশ্ন খারিজ শীর্ষ আদালতের

0
100

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পেগাস্যাস কাণ্ডে জাতীয় নিরাপত্তার স্বার্থে তথ্য দিতে রাজি হয়নি মোদি সরকার। সেই যুক্তি খারিজ করে দিয়েছে সুপ্রীম কোর্ট। প্রথমে কেন্দ্র আদালতে জানায় যে, ফোনে আড়ি পাতার ইজরায়েলি স্পাইওয়্যার কেনার বিষয়ে কোন তথ্য গোপন করা হবে না। কিন্তু সোমবার শুনানির সময় কেন্দ্রের কৌঁসুলি সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতে জানান গোটা বিষয়টির সঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত, তাই জনসমক্ষে এ নিয়ে কোন বিবৃতি দেওয়া সম্ভব নয়। এর পরেই কার্যত সলিসিটর জেনারেলকে ভর্ৎসনা করে এই যুক্তি খারিজ করে দেন প্রধান বিচারপতি এন ভি রামানা।

Supreme court

পেগাস্যাস স্পাইওয়্যার কান্ডে বিরোধীরা দাবি তোলে মোদী সরকার ইজরায়েলের এনএসও-র পেগাস্যাস স্পাইওয়্যার কিনেছে কি না, তা জানাতে হবে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার সংসদে বিবৃতি দিলেও উত্তর দেয়নি এই প্রশ্নের। এরপরে এই নিয়ে তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সে মামলার শুনানিতে হলফনামায় স্পাইওয়্যার কেনা হয়েছিল কি না তা স্পষ্ট করেনি কেন্দ্র।

আরও পড়ুনঃ নিট দিতে হবে না, দ্বাদশের নম্বরের ভিত্তিতেই পড়া যাবে ডাক্তারি, বিল পাশ তামিলনাড়ু সরকারের

অগাস্ট মাসের শুনানিতে কেন্দ্রকে একমাস সময় দেয় সুনির্দিষ্ট হলফনামা দেওয়ার জন্য। এদিন সেই হলফনামায় জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে কেন্দ্র জানিয়েছে এ বিষয়ে জনসমক্ষে তথ্য দেওয়া যাবে না। কেন্দ্রের এই বক্তব্য খারিজ করে দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এখানে জাতীয় নিরাপত্তার যুক্তি শোনা সম্ভব নয় কারণ দেশের নাগরিকেরা জানিয়েছেন তাঁদের ফোনে আড়ি পাতা হয়েছে।

আরও পড়ুনঃ সর্বভারতীয় পরীক্ষায় বিরল সাফল্য ভাইবোনের

শুনানি চলাকালে প্রধান বিচারপতি রামানা সলিসিটর জেনারেলকে প্রশ্ন করেন তাঁর আর কিছু বলার আছে কিনা! তুষার মেহতা বলেন তাঁর আর কোন বক্তব্য নেই। এই উত্তর শোনার পরে প্রধান বিচারপতি জানিয়ে দেন আগামী দু তিন দিনের মধ্যে ঘোষণা করা হবে পেগাস্যাস মামলার অন্তর্বর্তী আদেশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here