লকডাউন বৃদ্ধির প্রস্তাব খতিয়ে দেখছে কেন্দ্র

0
157

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

১৪ এপ্রিলের পরে কি লকডাউন বাড়ছে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে সব মহলেই? যদিও পূর্বেই সরকার জানিয়েছিল এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নয় প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে ১১৪। আক্রান্ত প্রায় ৪৫০০ পার।

lockdown extension | newsfront.co
প্রতীকী চিত্র

সংবাদসংস্থা এনডিটিভি সূত্রে খবর, বহু রাজ্য সরকার ও বিশেষজ্ঞদের দাবি ১৪ই এপ্রিলের পরেও বাড়ানো হোক লকডাউনের মেয়াদ। এদিকে গতকাল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জানান দীর্ঘ পথের জন্য প্রস্তুত থাকতে হবে । কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকার জানান,“আমরা প্রতি মিনিটে বিশ্বের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। জাতীয় স্বার্থে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এবং সেই সিদ্ধান্ত সঠিক সময়েই ঘোষণা করা হবে।”

আরও পড়ুনঃ বিপর্যস্ত কর্মক্ষেত্র, লকডাউনে উর্ধ্বগামী বেকারত্ব হার ২৩ শতাংশ ছাড়িয়ে গেল

লকডাউন বাড়ানোর পক্ষে মতামত জানিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও জানান,”আমার ব্যক্তিগত মতামত হ’ল লকডাউনকে আরও দীর্ঘমেয়াদি করা। আমাদের জীবন বাঁচানো দরকার, পরে আমরা অর্থনীতি বাঁচাতে পারি।”

অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান “লকডাউন প্রত্যাহারের পদ্ধতি কী হওয়া উচিত সে বিষয়ে কেন্দ্রের পরামর্শ নিয়েছি। আমরা চাই না যে ১৫ এপ্রিল সকালেই সবকিছু খুলে যাক। আমরা চাই যে এই লকডাউন নিয়ম মেনে এবং বৈজ্ঞানিকভাবেই প্রত্যাহার হোক যাতে লকডাউনের সতর্কতা-সুবিধা সব একদিনেই নষ্ট না হয়ে যায়।”

সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের সরকার এবং চিকিৎসা বিশেষজ্ঞদের মতে লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত তড়িঘড়ি নয়। রাজ্যগুলির এই পরামর্শকে গুরুত্ব দিয়ে কেন্দ্র খতিয়ে দেখছে লকডাউন বেড়ানোর ও প্রত্যাহারের ব্যাপারটি। বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের ওপর পর্যবেক্ষণ রেখে প্রয়োজন অনুযায়ী লকডাউন বাড়াতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here