রাজ্যে করোনা মৃত্যু ঘোষণার পদ্ধতি জানতে চেয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের চিঠি

0
149

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

একাধিক বিষয়ের উপর সহযোগিতা চেয়ে রাজ্য কে চিঠি কেন্দ্রীয় প্রতিনিধি দলের। বুধবার কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে চিঠি লিখে জানায় রাজ্যের যে চারটি জায়গা হটস্পট বলে চিহ্নিত হয়েছে সেই জায়গায় গুলি তারা ঘুরে দেখতে চায়, কোয়ারেন্টাইন সেন্টারগুলোর হাল হকিকত খতিয়ে দেখতে চায়।

Corona Virus | newsfront.co
প্রতীকী চিত্র

পাশাপাশি চিঠিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের কাছে জানতে চেয়েছে কী পদ্ধতিতে রাজ্য করোনায় মৃত বলে ঘোষণা করছে ?সূত্রের খবর কেন্দ্রের অভিযোগ পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় সঠিকভাবে লকডাউন মেনে চলা হচ্ছে না। করোনা আক্রান্ত এবং মৃত্যুর ক্ষেত্রে রাজ্য নাকি তথ্য গোপন করছে।

Letter | newsfront.co
নিজস্ব চিত্র
letter | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা পজিটিভ বি আর সিং হাসপাতালের মেডিকেল অফিসার

উল্লেখ্য, ইতিমধ্যেই আজ বুধবার নবান্নে সাংবাদিকদের সম্মুখে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বদনাম করার অভিযোগ তুলেছেন। পূর্বেই মমতা ব্যানার্জি সহ তৃণমূল শীর্ষ নেতৃত্বের একাংশ এবং রাজ্যের মুখ্য সচিব কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রটোকল না মেনে আগেভাগে না জানিয়ে রাজ্যে আসায় প্রশ্ন তুলেছেন। কেন্দ্র আবার রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রতিনিধিদের সাথে অসহযোগিতার অভিযোগ তুলেছে। করোনা আবহে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here