নাড্ডার কনভয়ে হামলা কড়া অবস্থান কেন্দ্রের, রাজ্যের ৩ আইপিএসকে সেন্ট্রাল ডেপুটেশনে তলব

0
83

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ডায়মন্ডহারবারে বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কড়া অবস্থান নিল কেন্দ্র। নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের তিন আইপিএস আধিকারিককে ডেকে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তিন পুলিশ আধিকারিককে সেন্ট্রাল ডেপুটেশনে তলব করা হয়েছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গেছে।

Attack on Nadda's convoy | newsfront.co
ফাইল চিত্র

প্রসঙ্গত উল্লেখ্য গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবার জনসভায় যোগ দিতে যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে ৷ আগামী ১৪ ডিসেম্বর তাঁদের দিল্লিতে যেতে বলা হয়৷ সাম্প্রতিককালে যা নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ৷

কিন্তু, আপাতত দিল্লি যাচ্ছেন না মুখ্যসচিব-ডিজি। শুক্রবার বিকেলে নবান্নের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি দিয়ে সেকথা জানানো হয়। যা ঘিরে একুশের মহারণের আগে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। এরপর যেভাবে এ রাজ্যের ৩ আইপিএসকে সেন্ট্রাল ডেপুটেশনে তলব করা হল, তাতে সংঘাত পর্ব নয়া মাত্রা পেল বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here