করোনা পরিস্থিতিতেই বিদেশি নাগরিকদের ভারতে আসার অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রকের

0
55

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা সংকট চলছেই, তার মধ্যেই বিদেশি নাগরিকদের ভারতে আসার অনুমতি দিলো কেন্দ্র। দেশ যে করোনামুক্ত এমনটা নয়, তার মধ্যেই বিদেশি নাগরিকদের ভারতে আসার অনুমতি দিলো কেন্দ্র। প্রবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভুতদের জন্য ভিসা বিধিনিষেধও শিথিল করা হল বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

International Arrivals | newsfront.co
প্রতীকী চিত্র

তবে পর্যটকদের জন্য ভারতে আসার নিয়ম একই রয়েছে। এতদিন পর্যন্ত করোনা পরিস্থিতির কারণে নির্দিষ্ট ক্যাটাগরির প্রবাসী ভারতীয় কার্ড হোল্ডাররা ভারতে আসতে পারছিলেন।

বৃহস্পতিবার একটি বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বিদেশি নাগরিক এবং প্রবাসী ভারতীয় নাগরিকদের জন্য ভারতে আসার ও ভারতের বাইরে যাওয়ার বিধিনিষেধ তুলে দেওয়া শুধুমাত্র ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে। বাকিরা কর্মসূত্রে ভারতে আসার ছাড়পত্র পাবেন।

আরও পড়ুনঃ ভারতে লক্ষাধিক সদ্যোজাতর মৃত্যুর কারণ দূষণ!

এই নিয়মের মধ্যে বন্দে ভারত মিশন, এয়ার ট্রান্সপোর্ট বাবলে এবং বাণিজ্যিক বিমান পরিষেবার জন্য অসামরিক বিমানমন্ত্রকের অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রত্যেক যাত্রীকে সুনির্দিষ্ট ভাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কোভিড প্রোটোকল, কোয়ারেন্টাইন বিধি মানতে হবে। সরকার সমস্ত বিদ্যমান ভিসা (বৈদ্যুতিন ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা ব্যতীত) অবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ পেঁয়াজের দাম কমাতে শিথিল আমদানি নিয়ম

যদি এই ধরনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে উপযুক্ত বিভাগের নতুন ভিসা ভারতীয় মিশন বা সংশ্লিষ্ট পোস্ট থেকে নিতে হবে। যাঁরা চিকিৎসার জন্য ভারতে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিক, তাঁদের চিকিৎসা সহকর্মী-সহ চিকিৎসা ভিসার জন্য নতুনভাবে আবেদন করতে হবে।

আরও পড়ুনঃ ফেরেনি বাজারের চাহিদা, অর্থনীতি এখনও অন্ধকারেই

অর্থাৎ ,এই সিদ্ধান্ত বিদেশি নাগরিক যাঁরা ব্যবসা, সম্মেলন, কর্মসংস্থান, অধ্যয়ন, গবেষণা, চিকিৎসা সহ বিভিন্ন উদ্দেশ্যে ভারতে আসতে ইচ্ছুক তাঁদের সমস্যা কমবে।

গত ১১ মার্চ ভারত সরকার সব ধরনের ভিসা সাসপেন্ড করেছিল। জুন মাসে, সরকার বিদেশি নাবালক শিশুদের অন্তত একজন অভিভাবক যার ওসিআই কার্ড রয়েছে, তার সঙ্গে ভারতে প্রবেশের অনুমতি দিয়েছিল। ভারতীয় নাগরিকের সঙ্গে বৈবাহিক সম্পর্ক রয়েছে এমন বিদেশি নাগরিক এবং সিঙ্গল বিদেশি অভিভাবক যাঁর সন্তানের ভারতীয় পাসপোর্ট বা এসিআই কার্ড রয়েছে, তাঁদের ভারতে ঢোকার অনুমতি দিয়েছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here