নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যপাল তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন যে, নাড্ডা-সহ অন্য বিজেপি নেতাদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি রাজ্য পুলিশ এবং সামগ্রিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়।
রাজ্যপালের রিপোর্ট পাওয়ার পরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ১৪ ডিসেম্বর রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে স্বরাষ্ট্রমন্ত্রকে হাজিরা দেওয়ার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে রাজ্যে, বৈঠকের পর টুইট রাজ্যপালের
স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য অনুযায়ী, রাজ্যের নিরাপত্তার দায় মুখ্যসচিব এবং ডিজিপির এবং রাজনৈতিক আনুগত্যের কারণে কোনও ভিআইপির নিরাপত্তায় আপস করা যাবে না। আলাপন বন্দ্যোপাধ্যায় এবং বীরেন্দ্রর কাছে আগামী ১৪ ডিসেম্বর ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হবে। সেই রিপোর্টে সন্তুষ্ট না হলে তাঁদের কড়া হুঁশিয়ারি দেওয়া হতে পারে এমনকি, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ আরও চাপে সরকার! কৃষক নেতাদের ইগো সরিয়ে আলোচনার আহ্বান কেন্দ্রের
নাড্ডার সভায় হামলার কারণে উস্তি ও ফলতা থানায় পুলিশ দুটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে, এরা প্রত্যেকেই হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশি তল্লাশি চলছে ডায়মন্ড হারবারের বহু এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অন্য দুষ্কৃতীদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গতকালের ঘটনার পর নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং রাজনাথ সিং কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে কৈলাস-সহ অন্যান্য নেতাদের খোঁজখবর নিয়েছেন। কৈলাসকে দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584