নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
প্রাক্তন সিবিআই কর্তা অলোক ভার্মার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সুপারিশ ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে কর্মীবর্গ দপ্তরে। উল্লেখ্য, শাস্তির সুপারিশ যদি অনুমোদন পায় সেক্ষেত্রে অলক ভার্মা পাবেন শুধুমাত্র প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত টাকা। একজন সরকারি কর্মী হিসেবে পেনশন, গ্র্যাচুইটি সহ অন্যান্য অবসরকালীন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তিনি।

এই ঘটনায় কংগ্রেস ও অন্যান্য বিরোধীদের অভিযোগ, সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত ভার্মার অধস্তন রাকেশ আস্থানার সঙ্গে মনোমালিন্য ও বিতর্কের কারণেই সরকারের রোষানলে পড়তে হলো তাঁকে। কংগ্রেস অভিযোগ করেছে যে, সিবিআইয়ের দুই শীর্ষস্থানীয় আধিকারিক রাকেশ আস্থানা ও অলোক ভার্মা দুজনেই পরস্পরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। কিন্তু মোদি-শাহ ঘনিষ্ঠ বলে রাকেশ আস্থানা কে দিল্লির নগরপাল পদে বসিয়ে পুরস্কৃত করা হলো এবং ভার্মার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করলো কেন্দ্র।
যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, ভার্মার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে যে, তিনি পদের অপব্যবহার করেছেন তথা সার্ভিস রুল ভেঙেছেন। তাই পদক্ষেপের সুপারিশ করে কর্মীবর্গ দফতর ওই রিপোর্ট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে পাঠিয়েছে। এর পরে সিদ্ধান্ত নেবে তারাই। উল্লেখ্য, তৎকালীন সিবিআই প্রধান অলোক ভার্মার কাছে রাফাল ডিলে দুর্নীতির অভিযোগ জানিয়ে বেশ কিছু নথি জমা দেন অরুণ শৌরি এবং তা খতিয়ে দেখে তদন্তের দাবি খারিজ করে দেননি তিনি।
আরও পড়ুনঃ এখনই বাস্তবায়ন নয় নাগরিকত্ব আইন, ২০২২ সাল পর্যন্ত সময় নিল কেন্দ্র
বিরোধীরা বলছেন, সেই জন্যই ২০১৮ সালের ২৩ অক্টোবর মধ্যরাতে বর্মাকে ছুটিতে পাঠায় কেন্দ্র। কিন্তু সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেওয়ায় দায়িত্ব ফিরে পান অলোক ভার্মা।
আরও পড়ুনঃ ঝাড়খণ্ডের বিচারক মৃত্যু তদন্তে এবার সিবিআই, গঠিত হল ২০ সদস্যের বিশেষ দলও
এরপরেই তাঁকে দমকলের ডিজি পদে সরিয়ে দেয় মোদী সরকার। এর প্রতিবাদে নির্দিষ্ট সময়ের কুড়ি দিন আগেই আগাম অবসর নেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ফাঁস হয়েছে, এরপরেই অলোক ভার্মা, তাঁর স্ত্রী, মেয়ে ও জামাইয়ের ফোনে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়ি পাতার চেষ্টা শুরু হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584