নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত বাংলা। রাজ্য সরকারের কাছে ভোট পরবর্তী হিংসার কারণ জানতে চেয়ে রিপোর্ট তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার তা খতিয়ে দেখতে চার সদস্যের দল পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক।
জানা গিয়েছে, সমস্ত রাজনৈতিক দল মিলিয়ে মোট ১২জনের মৃত্যুও হয়েছে এই সংঘর্ষে। সম্প্রতি রাজনৈতিক হিংসার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজপাল জগদীপ ধনখড়ও।সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, এই চার সদস্যের দলে নেতৃত্ব দেবেন সহকারী সচিব পর্যায়ের আধিকারিক।
Taking a serious view on post-poll violence in #WestBengal, the Ministry of Home Affairs has deputed a 4-member team, led by an Additional Secretary level official to visit the State and assess the ground situation. A team would reach the State today
— ANI (@ANI) May 6, 2021
রাজ্যের ওপর আরও চাপ বাড়াল কেন্দ্র।ইতিমধ্যেই সেই দল নবান্নে পৌঁছে গিয়েছে। পশ্চিমবঙ্গে অশান্তির কারণ খতিয়ে দেখবে ওই দল। জানা গিয়েছে, সাতগাছিয়া, নদাখালি, ক্যানিং, পাঠানখালি, গোসাবা, কুলেশ্বর এলাকা ঘুরে দেখবে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584