মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মেতে উঠবে বাংলার মানুষ। কিন্তু মানুষের এই আনন্দে কাঁটা হয়ে দাঁড়াবে না তো করোনা? যদিও ভারতে এখন করোনার দ্বিতীয় ঢেউ সরে গেছে। কিন্তু ভারতে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থেকেই গিয়েছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন অক্টোবরেই হয়ত দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। আর এরই মধ্যে উৎসবের মরশুমও চলে এসেছে।
এই সময় যদি করোনা বিধি শিথিল হয়ে যায় তাহলে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আরও বেড়ে যাবে। সেই কারণে রাজ্যগুলিকে আগাম সতর্ক করল কেন্দ্র। উৎসবের মরশুমে অতিরিক্ত ভিড় নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করল কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণ বাড়লে কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানোরও পরামর্শ দিল স্বাস্থ্যমন্ত্রক।
আসন্ন দুর্গাপুজোয় কিভাবে করোনা বিধি মেনে চল সম্ভব সে বিষয়ে গতকাল সোমবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।
আরও পড়ুনঃ কাশ্মীরে জঙ্গিদমনে সফল ভারতীয় সেনা, সাতদিনে নিকেশ সাত জঙ্গি, উরি থেকে গ্রেফতার ১
চিঠিতে লেখা হয়েছে, আগের তুলনায় করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি ঘটেছে। কিন্তু সামনেই উৎসবের মরসুম। এই সময় পুজো মণ্ডপ কিংবা মেলায় যদি জমায়েত বাড়তে থাকে তাহলে ফের সংক্রমণ বাড়ারও আশঙ্কা রয়েছে। তাই পুজো মণ্ডপে ভিড় এড়াতে স্থানীয় প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, টিকাকরণের গতিও সেক্ষেত্রে বাড়াতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।
আরও পড়ুনঃ নিট সুপার স্পেশালিটি মামলায় সিলেবাস বদলের কারণ না জানালে কড়া পদক্ষেপঃ সুপ্রিম কোর্ট
গতবছরের মতো এবছর দুর্গাপুজো দর্শকহীন হবে কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার শুনানির কথা ছিল। এই আবেদনের জবাব দিতে সময় চেয়ে নিয়েছে রাজ্য। ৩০ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সেই কারণে পুজোর জন্য এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জারি হয়নি। কিন্তু বিশেষজ্ঞদের একাংশের অনুমান, করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও দুর্গাপুজোর ক্ষেত্রে বেশ কিছু বিধি নিষেধ থাকতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584