মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
ফের কেন্দ্রের নির্দেশ না মানার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। সীমান্ত বাণিজ্যে বাধা দিচ্ছে রাজ্য। এই অভিযোগে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার। তিনি চিঠি দিয়ে বলেছেন, এই করোনা পরিস্থিতিতে সীমান্ত বাণিজ্য খুলে দেওয়ার যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছিল, তাতে বাধা দিচ্ছে রাজ্য সরকার। স্থলবন্দর গুলিতে একাধিক ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে আন্তর্জাতিক সম্পর্কে এর প্রভাব পড়ছে।
ভারতের সঙ্গে বাংলাদেশ, নেপাল, ভুটানের বাণিজ্যে বাধা দেওয়ার অভিযোগ। পণ্য পরিবহনে ছাড়পত্র স্বরাষ্ট্রমন্ত্রকের। সেই নির্দেশিকা অগ্রাহ্য করছে বাংলা। রাজ্য স্থলবন্দর দিয়ে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণে বাধা দিচ্ছে বলে অভিযোগ স্বরাষ্ট্রসচিবের। কেন্দ্রের নির্দেশ মেনে রাজ্যকে আন্তর্জাতিক বাণিজ্যের আমদানি রপ্তানির বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছে কেন্দ্র। যাতে সীমান্ত বাণিজ্য বন্ধ না হয় সেই জন্য প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
সূত্রের খবরানুযায়ী, যখন কেন্দ্রীয় সরকার সীমান্ত বাণিজ্য খুলে দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছিল তখন এই সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছিল নবান্ন। প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে, এই করোনা পরিস্থিতিতে সীমান্ত বাণিজ্য খুলে দিলে করোনার সংক্রমণ কোনোভাবেই আটকানো যাবে না। তাই কেন্দ্রের সিদ্ধান্তে সম্মতি জানায়নি রাজ্য। এরপর এই বিষয়ে কেন্দ্রও আর কোনো আলোচনা করেনি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে। ফলে এখন সীমান্ত বাণিজ্য খুলে দেওয়ার পর বিভিন্ন জায়গায় সঠিকভাবে আমদানি রপ্তানি করা যাচ্ছে না। আর এরই প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584