আরোগ্যসেতু অ্যাপ বিষয়ে অস্বচ্ছ তথ্য! শোকজ এনআইসি’র মুখ্য জনসংযোগ আধিকারিক

0
136

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

aarogya setu app | newsfront.co
প্রতীকী চিত্র

দ্য সেন্ট্রাল ইনফরমেশন কমিশন উত্তর তলব করেছে ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টারের কাছে, যে, ওয়েবসাইটে থাকা সত্বেও আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনের প্রস্তুতকারী সংস্থা সম্পর্কে কেন আরটিআইয়ের স্পষ্ট উত্তর দেয়নি তারা। কারণদর্শাতে বলা হয়েছে চিফ পাবলিক ইনফরমেশন আধিকারিক, ন্যাশনাল ই- গভরন্যান্স ডিভিশন, ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক এবং এনআইসিকে।

সৌরভ দাস নামে এক সমাজ কর্মী এনআইসি’র বিরুদ্ধে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই সেন্ট্রাল ইনফরমেশন কমিশন শোকজ করে এনআইসির চিফ পাবলিক ইনফরমেশন অফিসার স্বরূপ দত্তকে। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এই মর্মে যে, কেন তাঁর বিরুদ্ধে তথ্যের অধিকার আইনের ২০ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না? তিনি অস্বচ্ছ উত্তর দিয়ে সাধারণ মানুষের তথ্য জানার প্রাথমিক অধিকার খর্ব করেছেন। যেখানে কয়েক কোটি মানুষ ওই অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, সর্বোপরি সমস্ত বিষয়টি যখন আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে।

আরও পড়ুনঃ লাদাখ চিনের অংশ! কাঠগড়ায় টুইটার

সেন্ট্রাল ইনফরমেশন কমিশন আরও একটি নির্দেশ দিয়েছে এনআইসির চিফ পাবলিক ইনফরমেশন অফিসারকে। ইনফরমেশন কমিশনার ভানাজা এন সারানাকে লিখিতভাবে ব্যাখ্যা দেবেন এনআইসি চিফ পাবলিক অফিসার যে, www.aarogyasetu.gov.in নামের এই ওয়েবসাইট কিভাবে .gov.in ব্যবহারের অনুমতি পেল যদি তাঁদের কাছে এবিষয়ে কোন তথ্যই না থাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here