আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

0
48

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

২৪ ঘন্টা আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নেমেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসেন চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলে রয়েছেন ঋষিকা সরন, নরেন্দ্র কুমার, আর কে দুবে, ও সমীরণ সাহা।

Central team | newsfront.co
নিজস্ব চিত্র

জেলা প্রশাসনের তরফ থেকে বৈঠকে উপস্থিত আছেন উত্তর ২৪ পরগনার ডিএম চৈতালি চক্রবর্তী, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কংকর প্রসাদ বড়ুয়া, সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাত, পঞ্চায়েত প্রধান শেখ শাজাহান।

Inspection team | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন সকাল সাড়ে দশটায় ধামাখালিতে প্রথমে বৈঠক করেন তাঁরা। তারপর সন্দেশখালি এক, সন্দেশখালি দুই নম্বর ব্লক,ন্যাজারহাট পরিদর্শনে যান। গত কাল বৃহস্পতিবারই সন্দেশখালি পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই এদিন কেন্দ্রের প্রতিনিধি দল।

আরও পড়ুনঃ যাত্রী দুর্ভোগ কমাতে আরও ২৯ রুটে লঞ্চ পরিষেবা

কীভাবে দুর্গতদের ক্ষতি পূরণ করা যায়, কোনও বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা যায় কিনা, তা নিয়ে এদিন জেলার প্রশাসনিক আধিকারিক দের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রের প্রতিনিধি দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here