শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
২০ মে ঘূর্ণিঝড় আমপান হয়ে যাওয়ার পর কেটে গিয়েছে দুই সপ্তাহ। এরমধ্যে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে বারবার সাহায্যের দাবি জানালেও প্রধানমন্ত্রী এসে ঘুরে যাওয়া এবং আর্থিক অনুদান ঘোষণা ছাড়া আর কিছু করেননি, এমনটাই অভিযোগ শাসক দল তৃণমূলের। ইতিমধ্যেই বুধবার মুম্বই আছড়ে পড়েছে ফের এক শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ। আর তার পরেই বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গের দুই সপ্তাহ আগে ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হিসেব-নিকেশ করতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। যা দেখে শাসকদলের অনেকেই বলছেন, মুম্বইয়ে ঘূর্ণিঝড় এল বলেই তারপর পশ্চিমবঙ্গের দিকে নজর দিল কেন্দ্র।
মুখ্যমন্ত্রী যে বারবার আজ কেন্দ্রের তরফে রাজ্যকে বঞ্চনার অভিযোগ করেন, এই ঘটনার প্রমাণ এখানেই। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলেই এই কলকাতা বিমানবন্দরেদল চলে আসবে। আমফান ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে ক্ষয়ক্ষতির পরিমান দেখতেই বাংলায় আসছেন তারা। বেশ কয়েকটি দলে ভাগ হয়ে তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন। প্রতিটি দলে চার জন করে সদস্য থাকবেন বলেই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ গণপদত্যাগের ইচ্ছা প্রকাশ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের
শুক্রবার তাঁরা দুই ২৪ পরগণা পরিদর্শনে যাবেন। তারপর দিন, অর্থাৎ শনিবার বিকেলের মধ্যেই দিল্লি ফিরে যাবেন। যদিও এই দলের সম্পূর্ণ সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
তবে এটা জানা গিয়েছে যে, এই কেন্দ্রীয় দলের যে সমীক্ষা তার উপর ভিত্তি করেই রাজ্যের ভাগ্যে কেন্দ্রীয় বরাদ্দ ঘোষণা হবে। কতটা প্রয়োজন সেটা বুঝে রাজ্যকে ওই বরাদ্দ করা হতে পারে। এই জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দুই ২৪ পরগণার জেলাপ্রশাসনকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় দলকে বিস্তারিত সব পরিদর্শন ও তথ্য দেওয়ার জন্য।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে এক হাজার কোটির আগাম সহায়তা করা হয়েছে। সেই টাকা রাজ্যের হাতে চলেও এসেছে। কিন্তু রাজ্য সরকারের দাবি, আমফানের জেরে যে ক্ষতি হয়েছে, তার মূল্য কমপক্ষে এক লক্ষ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর এই দাবি খতিয়ে দেখার জন্য এবং আসল ক্ষয় ক্ষতির অঙ্ক কষতেই বৃহস্পতিবার বিকেলে রাজ্যে আসছে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল, এমনটাই সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584