কেন্দ্রের নির্দেশে কোভিড মোকাবিলায় সরকারের ব্যর্থতার ৫২টি পোস্ট সরিয়ে দিল টুইটার

0
126

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা মোকাবিলায় কেন্দ্রের ব্যর্থতা সংক্রান্ত পোস্ট পড়ছে কেন্দ্রের রোষে,কেন্দ্রের নির্দেশে ৫২টি টুইট মুছে দিল কর্তৃপক্ষ। বলাই বাহুল্য পোস্ট গুলির অধিকাংশতেই তুলে ধরা হয়েছিল করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা।

pandemic tweet | newsfront.co
গ্রাফিক্স চিত্র

ভারতে রেকর্ড সংখ্যক সংক্রমণ কিন্ত অমিল বেড, অক্সিজেন; মূলত এই ধরনের পোস্টই পড়েছে রাজরোষে। টুইটারে ছড়িয়ে পড়েছিল গণমৃতদেহ দাহের ছবি, করোনা বিধি না মেনে কুম্ভমেলায় লক্ষাধিক মানুষের জমায়েতের ছবি; এছাড়া বেডের অভাবে, অক্সিজেনের অভাবে কিভাবে মানুষ মারা যাচ্ছেন সেই সংক্রান্ত পোস্ট।

আরও পড়ুনঃ দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখ ছুঁইছুঁই! মৃত্যু বেড়ে ২,৭৬৭

কেন্দ্রীয় সরকার স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছে এগুলি নিয়ে। সে কারণেই টুইটারকে নির্দেশ দেওয়া হয় পোস্ট গুলি মুছে দেওয়ার। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে ভারতীয় ইউসাররা এই পোস্টগুলি দেখতে না পেলেও বিশ্বের অন্যান্য দেশে এই ব্লক করা পোস্টগুলি দেখা যাবে, জানিয়েছে টুইটার।

টুইটার যে পোস্টগুলি ব্লক করেছে তার মধ্যে রয়েছে বেশ কিছু ভেরিফায়েড একাউন্টও। তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা, সাংসদ রেবানাথ রেড্ডি, বাংলার মন্ত্রী মলয় ঘটক, এবিপি নিউসের সম্পাদক পংকজ ঝা, অভিনেতা বিনীত কুমার সিং, চলচ্চিত্র নির্মাতা অবিনাশ দাস ও প্রাক্তন সাংবাদিক বিনোদ কাপরি।

আরও পড়ুনঃ মাস্ক না পারলেই আইনি ব্যবস্থা, নতুন নির্দেশিকায় জানালো নবান্ন

কেন্দ্র টুইটারকে নির্দেশ দেয় যে এই পোস্টগুলি ভারতীয় তথ্য প্রযুক্তি আইনের পরিপন্থী কাজেই এগুলি মুছে দিক সংস্থা। নির্দেশ অনুযায়ী তাইই করে টুইটার কর্তৃপক্ষ। তবে যাদের টুইট মুছে দেওয়া হয়েছে প্রত্যেককে ‘নোটিফিকেশন’ দেয় টুইটার, তাতে বলা হয় কেন্দ্রের নির্দেশেই তাঁদের টুইট গুলি মুছে দেওয়া হয়েছে। এরপরেই সামনে আসে বিষয়টি। এমন পদক্ষেপ এই নিয়ে দ্বিতীয়বার করলো কেন্দ্র, কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে লেখা বহু টুইট এভাবেই ব্লক করিয়েছিল কেন্দ্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here