মোদী নেতৃত্বে নেতাজী জন্মজয়ন্তী কমিটি ঘিরে কৌশলী চাল কেন্দ্রের

0
119

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

২১-এ বঙ্গ বিজয় এখন বিজেপির পাখির চোখ। মরিয়া হয়ে বাঙালির প্রতিটি ভাবাবেগকে হাতিয়ার করছে গেরুয়া শিবির। বাঙালির আরেক গভীর আবেগের জায়গা নেতাজি সুভাষচন্দ্র বসু।

Modi virtual meeting | newsfront.co
কোলাজ চিত্র

সে কথা মাথায় রেখেই নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশেষ কমিটি গড়ল কেন্দ্রীয় সরকার। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে এই কমিটির সদস্য হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার সরকারিভাবে এই কমিটির কথা জানানো হয়।

এদিন পিআইবির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী। নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আগামী এক বছর ধরে কলকাতা, দিল্লি, মণিপুর-সহ দেশ ও বিদেশে কোথায় কী অনুষ্ঠান হবে, আর কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে সে বিষয়ে এই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

কমিটির সদস্য থাকছেন দেশের বিশিষ্ট লেখক, গবেষক, ইতিহাসবিদ-সহ বহু জ্ঞানীগুনী ব্যক্তিরা। আজাদ হিন্দ বাহিনীর সদস্যরাও এই কমিটির অংশ হবেন। বাংলায় ইতিমধ্যেই এরকমই এক কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ আইন বাতিল হলে তবেই ঘরে ফিরবেন! ব্যর্থ বৈঠকের পর কেন্দ্রকে সাফ জানালেন কৃষকরা

কেন্দ্রের উচ্চপর্যায়ের এই কমিটিতে মোট ৮৫ জন সদস্য রয়েছেন। এবং লক্ষণীয়, কমিটিতে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেতা মিঠুন চক্রবর্তী, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী কাজল। কমিটির সদস্য করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকেও।

নেতাজি জয়ন্তী পালনকে কেন্দ্র করে এবছর কেন্দ্র ও রাজ্যের মধ্যে বেশ ‘প্রতিযোগিতার’ আবহ তৈরি হয়েছে। রাজ্যের বিধানসভা নির্বাচনই যে তার কারণ সেকথা বলা-ই বাহুল্য। ২১-এর মহারণের আগে শাসক দল বিজেপি বাঙালি ভাবাবেগকে ছুঁতে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন করার কর্মসূচি নিয়েছে। তার আগেই আরেকটি কমিটি গঠন করে রাজ্য সরকারও দিনটিকে মহা আড়ম্বরে পালন করার প্রস্তুতি শুরু করে দিয়েছে।

আরও পড়ুনঃ গোটা দেশে বার্ড ফ্লুর আতঙ্ক, ডিম-মাংস খাওয়ায় বিশেষ নির্দেশিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

কেন্দ্রের শাসক দলের থেকে একধাপ এগিয়ে গিয়ে ২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে উদযাপনের ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার জন্য আরজি জানিয়ে কেন্দ্রকে চিঠিও দিয়েছে রাজ্য। বাংলার দীর্ঘদিনের এই দাবি কেন্দ্র কখনও মানেনি। তবে এবার অবশ্যা পরিস্থিতি একেবারেই আলাদা, তাই এবার মোদী সরকার যদি বাংলার দীর্ঘদিনের এই দাবি মেনে নেয় তা মোটেই আশ্চর্যের বিষয় হবে না।

২৩ জানুয়ারি বাংলায় উপস্থিত থাকছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করতে তাঁকে আমন্ত্রণ জানিয়েছে বসু পরিবার। এবার রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে কমিটি গড়ল কেন্দ্রও। আর সেই কমিটির গুরুত্ব বাড়াতে মাথায় রাখা হল খোদ প্রধানমন্ত্রীকে। সঙ্গে সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়। সবমিলিয়ে নেতাজির জন্মজয়ন্তী নিয়ে কেন্দ্র-রাজ্য প্রতিযোগিতা এখন তুঙ্গে। এখন দেখার ‘বাঙালির ভাবাবেগ’ ভোটের ঝুলিতে কিরকম ফল দেয় গেরুয়া শিবিরকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here