নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভারতে করোনা ভাইরাসের দাপট এখনও অব্যাহত। আক্রান্তের সংখ্যা কমার বদলে ক্রমশ বাড়ছে সংক্রামিত ও মৃতের সংখ্যা। এদিকে, ইতিমধ্যেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। শীত পড়লে ভাইরাস আরও মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক।
সেই নির্দেশিকায় কনটেনমেন্ট জোনে কড়াভাবে নিয়মকানুন মানার উপর জোর দিয়েছে কেন্দ্র সরকার। পাশাপাশি সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকার কোনও লকডাউন করা চলবে না। তবে সংক্রমণ রুখতে নাইট কারফিউ জারি করা যেতে পারে। আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত লাগু থাকবে এই নয়া গাইডলাইন। অর্থাৎ বছর শেষেও পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না জনজীবন।
নয়া নির্দেশিকা অনুযায়ী, কনটেনমেন্ট জোন শুধুমাত্র অত্যাবশকীয় পরিষেবায় ছাড়পত্র দেওয়া হয়েছে। বাড়িতে কড়া নজর রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি পরীক্ষা বৃদ্ধি, কন্ট্রাক্ট ট্রেসিং ও করোনা আক্রান্ত রোগীর দ্রুত আইসোলেশনের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুনঃ প্রাপ্তবয়স্ক মহিলা স্বেচ্ছায় যেখানে ইচ্ছা, যার সঙ্গে খুশি থাকতে পারেনঃ দিল্লি হাইকোর্ট
উৎসব পরবর্তী পরিস্থিতিতে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, বাংলা-সহ একাধিক রাজ্যে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। এহেন পরিস্থিতিতে কয়েকটি রাজ্যে নাইট কারফিউ জারি করা হচ্ছে। যা দেখে নতুন করে লকডাউনের গুজব ছড়িয়েছিল। সেই গুজব সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া নির্দেশিকায়। বলা হয়েছে, সংক্রমণ রুখতে নাইট কারফিউ-এর মতো পদক্ষেপ করা যেতে পারে।
আরও পড়ুনঃ ফিরহাদ হাকিমকে দিয়ে কলকাতায় ‘কো- ভ্যাকসিন’ তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু
কিন্তু কেন্দ্রের অনুমতি ছাড়া কোনও লকডাউন করা যাবে না। চলবে না অন্তঃরাজ্য বা আন্তঃরাজ্য গণপরিবহণ চলাচল নিয়ন্ত্রণ করা। সেইসঙ্গে কোভিডবিধি লঙ্ঘন করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার নির্দেশ জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ আপাতত বন্ধ থাকছে স্কুল, কমছে ২০২১ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সিলেবাস, জানালেন শিক্ষামন্ত্রী
নির্দেশিকায় আরও বলা হয়েছে, যে সমস্ত এলাকায় সপ্তাহে ১০ শতাংশের বেশি করোনা আক্রান্তের হদিশ মিলছে, সেখানে থাকা অফিসগুলির দিকে নজর দিতে হবে। প্রয়োজনে অফিসের টাইমিং বদল করতে হবে। মঙ্গলবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৩৭৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯২.২২ লক্ষেরও বেশি। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮৬.৪২ লক্ষেরও বেশি মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584