অবসরপ্রাপ্ত সরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরা কোন বই প্রকাশ করতে পারবেন না, নির্দেশ কেন্দ্রের

0
65

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

অবসরপ্রাপ্ত সরকারি নিরাপত্তা সংস্থার আধিকারিকদের জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের। প্রতিরক্ষা বা গোয়েন্দা বিভাগ থেকে অবসর নেওয়া আধিকারিকরা এখন থেকে আর চাইলেই নিজের কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে বই প্রকাশ করতে পারবেন না। তার জন্য নিতে হবে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানের অনুমতি।

central govt | newsfront.co
চিত্র সৌজন্যেঃ‌ ইন্ডিয়া মার্ট

মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভানসেস অ্যান্ড পেনশনস -এর জারি করা এই নির্দেশে
বলা হয়েছে, সরকারি নিরাপত্তা এজেন্সির অফিসাররা নিজেদের কর্মজীবন নিয়ে কোনও বই প্রকাশ করতে গেলে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানের অনুমতি অনিবার্য।

এছাড়াও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, অবসরপ্রাপ্ত কর্মীরা কর্মসূত্রে পাওয়া এমন কোনো তথ্য বা নথিপত্র কোথাও প্রকাশ করতে পারবেননা যা দেশের সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকর। আর এই নির্দেশ অমান্য করা হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে কেন্দ্র।

আরও পড়ুনঃ সরাসরি সংঘাত: আলাপন বনাম কেন্দ্র

চাকরির কারণে ডিআরডিও , RAW, ইন্টেলিজেন্স ব্যুরোর মতো দপ্তরের আধিকারিকরা অনেক সময়ই অনেক গোপন তথ্য পেয়ে থাকেন, যা প্রকাশ্যে এলে দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে। দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য কোনক্রমে ফাঁস হয়ে তা যদি প্রতিবেশী রাষ্ট্রের হাতে চলে যায় তা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক।জাতীয় সুরক্ষার কথা বিবেচনা করে সরকারের এই পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুনঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে প্রায় ৬০০ চিকিৎসকের মৃত্যু, বাংলায় সেই সংখ্যা ২৫

তবে বিপরীত মতও রয়েছে। রাষ্ট্র ও সার্বভৌমত্ব বিষয়ে বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছেন সরকারের দুর্নীতি যাতে প্রকাশ্যে না আসে সেজন্যই এই নির্দেশ। কোন অবসরপ্রাপ্ত কর্মী এমন কি বলতে বা লিখতে পারেন যাতে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে! আসলে এ সবই মোদী সরকারের দুর্নীতি ঢাকতে করা হচ্ছে। নিজেদের কৃতকর্ম জনমানসের অন্তরালে রাখতে মরিয়া এই সরকারের তরফে আরো বহু বিধি নিষেধ চাপিয়ে দেওয়া হবে সকলের প্রতি। সরকারের মোদ্দা উদ্দেশ্য সকলকে তাদের খেলনায় পরিণত করা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here