নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতি সামলাতে সরকারের ব্যর্থতার সমালোচনার ঝড়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। তা সামাল দিতে করোনা পরিস্থিতি নিয়ে ‘ভুয়ো’ কন্টেন্ট, সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর, কোভিড প্রটোকল বিরোধী এমন ১০০ টি পোস্ট সরিয়ে দিতে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে নোটিশ দিল তথ্য প্রযুক্তি মন্ত্রক।
করোনা পরিস্থিতি নিয়ে দেশজুড়ে মোদি সরকারের সমালোচনায় সরব মানুষ, প্রতিফলন সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে চূড়ান্ত ব্যর্থ সরকার নেটিজেনদের এই বক্তব্য ঘুরছে সব কটি সোশ্যাল মিডিয়া জুড়ে।সামাজিক মাধ্যমে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভেঙে পড়া অবস্থার জন্য কাঠগড়ায় তুলেছেন মোদি সরকারকে।
পরিস্থিতি সামাল দিতে সোশ্যাল মিডিয়া সংস্থা টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ একাধিক মাধ্যমকে বিশেষ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। দেশের করোনা পরিস্থিতি নিয়ে ভুয়ো কন্টেন্ট , সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর যা কোভিড প্রোটোকলের বিরোধী এমন ১০০টি পোস্ট ও কনটেন্ট নামিয়ে নেওয়ার নির্দেশ দিল তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
আরও পড়ুনঃ ‘মন কি বাত’ নয়, এখন ‘জান কি বাত’ জরুরী, মোদিকে কটাক্ষ রাহুল গান্ধীর
মন্ত্রকের যুক্তি, যখন গোটা দেশ ও সরকার একসাথে সর্বতোভাবে করোনা অতিমারী মোকাবিলা করছে তখন কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় অযথা আতঙ্কের সৃষ্টি করছে, দুর্ব্যবহার করছে বাক স্বাধীনতার। সেই সমস্ত পোস্ট, লিংক সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল মন্ত্রক।জানা গিয়েছে, তথ্য প্রযুক্তি মন্ত্রককে এই বিষয়ে সতর্ক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
কেন্দ্রের দাবি, এই পোস্ট ও লিংকগুলি সাম্প্রদায়িক ভাবে স্পর্শকাতর, সম্প্রীতি নষ্ট হতে পারে। এরপরই টুইটার-ফেসবুক সহ একাধিক সোশ্যাল মিডিয়া সংস্থাকে নোটিস পাঠায় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের শীর্ষ আধিকারিক। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিছু মানুষ সরকারের নিন্দা করছে, ভুয়ো তথ্য পরিবেশন করছে।মানবতার স্বার্থে এই পরিস্থিতিতে এগুলি বন্ধ হওয়া উচিত।
আরও পড়ুনঃ দেশের চরম সংকটের দিনেও রমরমিয়ে চলছে আইপিএল, উঠছে প্রশ্ন!
কয়েকদিন আগেই, কেন্দ্রের নির্দেশে ৫২টি এমন টুইট সরিয়ে দিয়েছে টুইটার। কিছু ইউআরএল বা লিংককে ব্লক করে দেওয়া হয়েছে ভারতীয় গ্রাহকদের জন্য। এই টুইটগুলির অধিকাংশই ছিল জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের সাংবাদিক, পরিচালক, একজন সাংসদ এবং একজিন বিধায়ক, অভিনেতাদের। স্বাভাবিকভাবেই যাঁদের ফলোয়ারের সংখ্যা অনেক এবং এগুলি শেয়ার ও রিটুইট হয়েছে ব্যাপক হারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584