শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে পাসপোর্ট দিতে অস্বীকার বিদেশ মন্ত্রকের। জাতীয় নিরাপত্তার স্বার্থে তাঁকে পাসপোর্ট দেওয়া হয়নি, টুইটে এমনটাই জানালেন মুফতি। তিন মাস আগে পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে মুফতির, কিন্তু তাঁকে নতুন পাসপোর্ট দিতে অস্বীকার করল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। কেন্দ্রের বিরুদ্ধে উগরে ক্ষোভ উগরে দিয়ে তাঁর প্রশ্ন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারেন?
সম্প্রতি স্থানীয় অফিসে পাসপোর্টের জন্য আবেদন জানিয়েছিলেন মেহবুবা মুফতি। কিন্তু সিআইডির একটি রিপোর্ট অনুযায়ী, তিনি দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। আর এই কারণেই তাঁকে পাসপোর্ট ইস্যু করা হয়নি।
আরও পড়ুনঃ ভোট চলাকালীন ফের দলবদল, তিন আইএসএফ নেতা যোগ দিলেন তৃণমূলে
এরপরই মেহবুবার টুইট, “আমি নাকি দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক, সিআইডির এই রিপোর্ট দেখিয়ে পাসপোর্ট অফিস আমার পাসপোর্ট ইস্যু করেনি। ২০১৯ সালের আগস্ট মাস থেকে কাশ্মীরের পরিবেশ এতটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে যে, পাসপোর্ট সম্বলিত একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক।”
আরও পড়ুনঃ দ্বিতীয় দফার ভোটে আত্মরক্ষার্থে গুলি চালানোর ফ্রি হ্যান্ড কেন্দ্রীয় বাহিনীকে
৫ আগস্ট ২০১৯ সালে কাশ্মীরে ৩৭০ ধারা রদ করে কেন্দ্রীয় সরকার, তুলে নেওয়া হয় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদাও। পাশাপাশি লাদাখ এবং জম্মু-কাশ্মীরকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয়। সেই সময় মেহবুবা মুফতি-সহ জম্মু-কাশ্মীরের একাধিক নেতাকে আটক করা হয়।
দীর্ঘদিন পর গত বছরই মুক্তি পেয়েছিলেন মেহবুবা। তারপরও তাঁকে গৃহবন্দি করা হয়েছিল। এই নিয়ে সরবও হয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার জাতীয় নিরাপত্তার স্বার্থে পাসপোর্ট দিতেও অস্বীকার করল কেন্দ্রীয় সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584