নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার জেরে নাজেহাল গোটা পৃথিবী। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও ঘাঁটি গেঁড়েছে এই মারণ ভাইরাস। যতদিন যাচ্ছে দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। ফলে হু হু করা বাড়ছে আক্রন্তের সংখ্যা। মৃতের সংখ্যাও কোনো অংশে কম নয়। এর মধ্যেই অত্যাবশ্যক পণ্যের তালিকা থেকে মাস্ক ও স্যানিটাইজারকে সরিয়ে দিল কেন্দ্র।

এখন আর এই দুই পণ্যের জোগানে কোনও ঘাটতি নেই, এই যুক্তি দিয়ে করোনা মোকাবিলার অন্যতম এই অস্ত্র দুটিকে তালিকা থেকে বার করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে গ্রাহক বিষয়ক মন্ত্রক জানিয়েছে যে, আপাতত চাহিদার থেকে জোগান বেশি হচ্ছে।
আরও পড়ুনঃ সিবিএসই-র সিলেবাস থেকে বাদ গণতান্ত্রিক অধিকার, নাগরিকত্ব, ধর্ম নিরপেক্ষতার অধ্যায়
মার্চ মাসে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর থেকে সংস্থারা স্যানিটাইজার ও মাস্ক অনেক বেশি পরিমাণে বানাচ্ছে। এখন জোগান পর্যাপ্ত আছে বলেই আশ্বাস দিয়েছে মন্ত্রক কারণ আর বিদেশে নয়, এখন দেশেই প্রস্তুত হচ্ছে এই পণ্যগুলি।
আরও পড়ুনঃ লকডাউনের পর প্রথম খুলল অমরনাথ
অত্যাবশ্যক পণ্যের আওতায় থাকায় এই পণ্যগুলির দাম বেঁধে দিয়েছিল দেশের সমস্ত রাজ্য। একই সঙ্গে কেউ চাইলেও মাল জমিয়ে রাখতে পারছিলেন না। ২০ মার্চ থেকে বিদেশে মাস্ক রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি মাস্ক বানানোর কাঁচা মাল ও ভেন্টিলেটরও বিদেশে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে।
এও জানা যাচ্ছে যে, অত্যাবশ্যক পণ্যের তালিকা থেকে সরলেও আপাতত রপ্তানি বন্ধ থাকবে। তবে সূত্রের খবর, বিদেশে মাস্ক ও স্যানিটাইজার রপ্তানি বন্ধ থাকলেও করোনা সংক্রমণ রুখতে মাসে ৫০ লক্ষ পিপিই কিট রপ্তানি করার অনুমতি আগেই দিয়েছে কেন্দ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584