নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
এখন থেকে আর আরটিও(RTO) অফিসে গিয়ে গাড়ি চালানোর পরীক্ষা দিতে হবে না, জানাল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। যেই প্রশিক্ষণ কেন্দ্র থেকে গাড়ি শিখছেন, সেখান থেকেই মিলবে ড্রাইভিং লাইসেন্স। জুলাই মাস থেকে শুরু হবে এই নতুন পদ্ধতি।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের অফিসার জানিয়েছেন, সরকার অনুমোদিত যে কোনও গাড়ি প্রশিক্ষণ কেন্দ্র থেকেই দেওয়া যাবে এই লাইসেন্সের পরীক্ষা। এই পরীক্ষাটি সম্পূর্নভাবে প্রযুক্তির মাধ্যমে হবে। নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ীই সম্পন্ন হবে পরীক্ষা। আর পরীক্ষাতে পাশ করলে মিলবে লাইসেন্সের সার্টিফিকেট।
আরও পড়ুনঃ অজুহাত না দেখিয়ে পশ্চিমবঙ্গকে ‘এক দেশ এক রেশন কার্ড’ চালুর নির্দেশ শীর্ষ আদালতের
তবে এর সমস্ত তথ্যই নথিভুক্ত থাকবে আরটিও দপ্তরের কাছে। উল্লেখ্য, এই প্রক্রিয়ার জন্য বেশ কিছু গাড়ি প্রশিক্ষণ কেন্দ্রকে অনুমোদন দিতে চলেছে কেন্দ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584