নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বৃহস্পতিবার সকালে তিনি হেলিকপ্টার চড়ে মেদিনীপুরের আবাসে হেলিপ্যাডে নামবেন। সেখান থেকে যাবেন কোতবাজারে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে।

এর উল্টোদিকেই শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর দিদির বাড়ি। এখানেই তাঁর ছোটবেলা কেটেছে। ক্ষুদিরামের স্মৃতিফলক ও শহীদ বেদীতে শ্রদ্ধা জানাবেন। এখান থেকে যাবেন শালবনির ভাদুতলা হয়ে কর্ণগড়ে মহামায়া মন্দিরে। সেখানে পুজো দেবেন। এরপর শালবনির বালিজুড়ি গ্রামে আদিবাসী সনাতন সিংয়ের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন।

এখান থেকে ফিরে মেদিনীপুর কলেজ ময়দানে দলীয় সমাবেশে যোগ দেবেন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। এদিন সভাস্থলের নিরাপত্তা খতিয়ে দেখতে আসেন কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরা। কথা বলেন জেলার পুলিশ কর্তাদের সঙ্গে।
আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজ ঘিরে আয়োজনের আতিশয্য বালিজুড়িতে
উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপির জেলা সভাপতি শমিত কুমার দাস, বিজেপি নেতা শুভজিত রায়, অরূপ দাস সহ বিজেপির অন্যান্য নেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584