নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যের রিপোর্ট চাইলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিয়ে জানিয়েছেন একথা। গত ২৬ জুন এই জাল টিকাকরণ শিবির নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়ে সতর্ক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি চিঠিতে লেখেন রাজ্যের বহু জায়গায় এভাবে বেআইনি টিকা শিবির করা হচ্ছে। কেন্দ্রের পাঠানো চিঠিটিতে লেখা হয়েছে যে শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতেই এই রিপোর্ট তলব করা হয়েছে।
কেন্দ্রের বক্তব্য, একাধিক বার রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে শুধুমাত্র ‘কো-উইন পোর্টাল’-এর মাধ্যমেই টিকাকরণ শিবিরের আয়োজন করতে হবে। যাঁরা টিকা নেবেন তাঁদের তথ্য পোর্টালে থাকবে। টিকা নেওয়ার পর তাঁদের কাছে মেসেজ পাঠানো হবে। কোন ব্যক্তি টিকা নিয়েছেন অথচ মেসেজ পাননি,এমন ঘটনা ঘটলে বুঝতে হবে তিনি জাল শিবির থেকে টিকা নিয়েছেন।
আরও পড়ুনঃ করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে কেন্দ্রকে, নির্দেশ সুপ্রিম কোর্টের
এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। পাশাপাশি কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের একটি সম্পূর্ণ রিপোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে, এমনটাই লেখা হয়েছে চিঠিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584