নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আজ, শনিবার থেকে শুরু হল করোনা টিকাকরণ কর্মসূচি। টিকাকরণ প্রক্রিয়ার প্রথমদিনেই করোনার টিকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “প্রয়োজনের তুলনায় অনেক কম টিকা পাঠিয়েছে কেন্দ্র।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রী জানিয়েছেন রাজ্যে যথেষ্ট পরিমাণ টিকা পাঠানো হয়েছে। কিন্তু এই তথ্য ঠিক নয়। এই নিয়ে কোনো সমস্যা যেন না হয়। কোন গুজব যেন না ছড়ায়। জেলাশাসকদের কাছে বিষয়টি দেখার অনুরোধও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, কেন্দ্র যা টিকা পাঠিয়েছে তাতে সবার হবে না। কিন্তু উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সমস্ত রাজ্যবাসীকে পশ্চিমবঙ্গ সরকার বিনা পয়সায় টিকা দেবে।
আরও পড়ুনঃ সূচনা হওয়ার পরই দেশজুড়ে সার্ভার বিভ্রাটের সম্মুখীন করোনা টিকাকরণ কর্মসূচি
তিনি জানান, নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাকরণ পর্ব দেখভাল করছেন স্বয়ং মুখ্যসচিব। তাঁর ফোন থেকেই কথা বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এদিন কোভিড মোকাবিলায় সরকারি কর্মী, আধিকারিক, স্বাস্থ্যকর্মী ও পুলিসকর্মীকে কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584