ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
অতিমারীর কারণেই পারিবারিক পেনশনের বিধিতে কিছুটা সংস্কার, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।’কোন সরকারি কর্মীর কোভিড বা কোভিড সংশ্লিষ্ট কোনো কারণে মৃত্যু হলে, তাঁর পারিবারিক পেনশনের দাবিদার ব্যক্তি যদি মৃত্যুর শংসাপত্র জমা দিয়ে পেনশনের দাবি জানান তাহলে কিছু শর্তসাপেক্ষে তৎক্ষণাৎ তা মঞ্জুর করা হবে। পেনশন চালু হওয়ার প্রচলিত প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না মৃতের পরিবারকে,’ পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তরের এই সংস্কারের কথা জানিয়েছেন মন্ত্রী জিতেন্দ্র সিং।
রুলস ৮০ (এ) অব দ্য সিসিএস (পেনশন) ১৯৭২ নিয়ম অনুসারে, চাকরি করা কালে কোনও সরকারি কর্মচারির মৃত্যু হলে তাঁর পরিবারের উপযুক্ত সদস্য পারিবারিক পেনশন পেয়ে থাকেন। পারিবারিক পেনশন চালু হওয়ার জন্য বিষয়টি পে অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তরের অনুমোদন প্রয়োজন হয়, এর পরেই পেনশন শুরু হয়।
আরও পড়ুনঃ সম্মুখ সমরে রাজ্য ও কেন্দ্র!
কেন্দ্রীয় মন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী কোভিডে মৃতদের পরিবারকে এখন থেকে আর পে অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তরের মঞ্জুরীর জন্য অপেক্ষা করতে হবে না, পারিবারিক পেনশনের উপযুক্ত দাবিদার, সরকারি কর্মচারির মৃত্যুর শংসাপত্র জমা দেওয়ার পর থেকেই শর্তসাপেক্ষে পেনশনের সুবিধা পাবেন।
অতিমারীর কারণে সরকারি কর্মচারীর মৃত্যু হলে পদ্ধতির বেড়াজালে যাতে মৃতের পরিবারকে পড়তে না হয় সেকারণেই নিয়মে এই সরলতা আনা হয়েছে বলেই জানান মন্ত্রী।একই সঙ্গে, অতিমারীর সময়ে অবসর গ্রহণের পর পে অ্যান্ড অ্যাকাউন্টস থেকে অনুমোদন নেওয়ার সময়সীমা এক বছর বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584