শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গ বিভিন্ন হাসপাতালে বাজারে এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করছে আরো একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল কিন্তু উত্তরবঙ্গের প্রশাসন তাদের সহযোগিতা করছে না বলে মুখ্য সচিব রাজীব সিনহাকে চিঠি দিল ওই কেন্দ্রীয় প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের অতিরিক্ত সচিব বিনীত জোশী লিখেছেন, জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার, দার্জিলিংয়ের জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে যেসব তথ্য চাওয়া হয়েছে, তা এখনও মেলেনি। পাশাপাশি শিলিগুড়ির পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চাওয়া হলেও, তিনি এখনও সময় দেননি।
চিঠিতে জানতে চাওয়া হয়েছে, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং-এই তিন জেলায় কতজন করোনা আক্রান্ত? ১ মার্চ থেকে মোট কত মানুষের মৃত্যু হয়েছে? তাঁদের মৃত্যুর কারণ কী?
১ ফেব্রুয়ারি থেকে করোনা সেন্টারগুলোতে বিভিন্ন উপসর্গ নিয়ে কত রোগী এসেছেন, তাদের কীভাবে চিকিত্সা করা হয়েছে? বেসরকারি হাসপাতালে এরকম রোগীর সংখ্যা কত?কতজন রোগীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষার জন্য রেফার করা হয়েছে? তাদের মধ্যে কতজনের পরীক্ষা হয়েছে? যদি কারও পরীক্ষা না হয়ে থাকে, তাহলে তার কারণ কী?
আরও পড়ুনঃ পরিসংখ্যানে বিশ্ব করোনা পরিস্থিতি
তিন জেলায় কত কোভিড হাসপাতাল আছে? তাতে বেড সংখ্যা কত? কত আইসিইউ বেড ও ভেন্টিলেটর রয়েছে? করোনা পরীক্ষার টেস্ট কিট কত রয়েছে? উত্তরবঙ্গে কতজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন, তারও হিসেব চাওয়া হয়েছে।
স্বাস্থ্যকর্মীদের পিপিই, মাস্ক ও অন্যান্য সরঞ্জাম কী পরিমাণে দেওয়া হয়েছে, এবং তাঁদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছে কেন্দ্রীয় দল। এ বিষয়ে যেন স্থানীয় প্রশাসন তাদের সাহায্য করে, চিঠিতে সেই আবেদন জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584