ডিজিটাল সংবাদমাধ্যম নিয়ে সতর্ক হতে হবে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

0
49

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বৈদ্যুতিন সংবাদমাধ্যমের দিকে পরে নজর দিলেও চলবে। যদি মিডিয়ার ওপর রাশ টানতেই হয়, তাহলে আগে ডিজিটাল মিডিয়ার ওপর নিয়ম আরোপ করতে হবে বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। একটি মামলার শুনানির সময় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের মান নির্ধারণ প্রসঙ্গে বিবৃতিতে সরকার জানিয়েছে, আদালতের উচিত আগে ডিজিটাল সংবাদমাধ্যমের দিকে নজর দেওয়া।

Supreme Court | newsfront.co
ফাইল চিত্র

কারণ এর প্রভাব অনেক বেশি। ডিজিটাল মিডিয়া অনেক বেশি লোকের কাছে পৌঁছায়, সেই কারণ দেখিয়ে এটিকে আগে নিয়ন্ত্রণ করা দরকার বলে জানিয়েছে কেন্দ্র। ওটিটি প্ল্যাটফর্মের ওপরেও যে তারা নজরদারি চায়, সেটাও এদিন স্পষ্ট করেছে কেন্দ্র।

এদিন সরকারের তরফে দেওয়া ওই বিবৃতিতে শীর্ষ আদালতকে জানানো হয়েছে, ডিজিটাল সংবাদমাধ্যমের গতি অনেক দ্রুত। হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মতো অ্যাপের মাধ্যমে এর ভাইরাল হয়ে পড়ার সুযোগ অনেক বেশি। যেহেতু ডিজিটাল সংবাদমাধ্যমের এমন গুরুতর প্রভাব রয়েছে, তাই আদালতকে প্রথমে ডিজিটাল সংবাদমাধ্যমের বিষয়ে সতর্ক হতে হবে।

আরও পড়ুনঃ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জমি ফেরত চাইলেন রাজা মহেন্দ্র প্রতাপের বংশধর

সরকার আরও জানিয়েছে, সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদমাধ্যমে যথেষ্ট বিচার ও প্রস্তুতির পরেই কোনও সংবাদ পরিবেশিত হয়। সেখানে বাকস্বাধীনতা ও দায়িত্বপূর্ণ সাংবাদিকতার মধ্যে সমতা রেখেই কাজ করা হয়। পাশাপাশি এও বলা হয়, বৈদ্যুতিন সংবাদমাধ্যম আগের ঘটনা এবং নজিরের দিকে খেয়াল রেখে পরিচালিত হয়।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলার জন্য দেবী দুর্গার কাছে শক্তি চেয়ে মহালয়ার শুভেচ্ছা মোদীর

সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ আপাতত সুদর্শন টিভি নামে এক বেসরকারি টিভি চ্যানেলের ইউপিএসসি জেহাদ সংক্রান্ত অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। শুনানি চলাকালীন আদালত বলে যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার কথা তারা ভাবছেন যারা টিভির জন্য কিছু নিয়ম প্রণয়ন করতে পারে।

তবে কেন্দ্র তাদের ৩৩ পাতার হলফনামায় জানিয়েছে যে আগে ডিজিটাল মিডিয়ার ওপর নজর দেওয়া উচিত সুপ্রিম কোর্টের। মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, ‘‘আপনারা কোনও সম্প্রদায়কে টার্গেট করে এমন আচরণ করতে পারেন না।“ বন্ধ করে দেওয়া হয়েছে ‘বিন্দাস বোল’ শোয়ের ‘ইউপিএসসি জিহাদ’ এপিসোডটির সম্প্রচার।

মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্ট টিভিতে টিআরপির জন্য দৌড়ের বিরুদ্ধে সচেতন হওয়ার কথা বলে। পাশাপাশি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের মান নির্ধারণের জন্য একটি প্যানেল গঠনের কথা বলা হয়। এদিকে, সুদর্শন টিভির কয়েকটা এপিসোডের জন্য সামগ্রিক ভাবে টিভির জন্য নতুন করে কোনও নির্দেশিকা লাগু করার প্রয়োজন নেই বলেই কেন্দ্রের অভিমত।

কেন্দ্রের হলফনামার পর সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। বিচারপতিরা জানান, সাংবাদিকতার স্বাধীনতা নিরঙ্কুশ নয়। পাঁচজন বিশিষ্ট নাগরিককে নিয়ে একটি প্যানেল গঠন করে বৈদ্যুতিন সংবাদমাধ্যমের মান নির্ধারণ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here