ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ, সমস্ত দেশের দৈনিক সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে প্রতিদিন ঊর্ধমুখী হচ্ছে সংক্রমণের সংখ্যা। কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতালে বেড নেই, ওষুধের পর্যাপ্ত জোগান নেই এমনকি চিকিৎসার সামান্যতম উপাদান অক্সিজেন পর্যন্ত নেই। দেশজুড়ে শুধু মৃত্যুমিছিল আর হাহাকার।
এই পরিস্থিতির মধ্যেই দিল্লিতে রমরমিয়ে চলছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ। দেশের এই পরিস্থিতিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ নিয়ে সোচ্চারে বিরোধিতা করছেন বিরোধী শিবির থেকে শুরু করে সমাজকর্মী সকলে। তবে সব বিরোধী মতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে চলেছে কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্পের কাজ।
এবার এই কাজের ছবি তোলা কিংবা ভিডিও তুলতেও জারি হল নিষেধাজ্ঞা, এমনকী ওই এলাকায় বিনা অনুমতিতে কেউ প্রবেশও করতে পারবেন না বলে নির্দেশও জারি হয়েছে। তা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ফের বিতর্ক।দেশে করোনা অতিমারীর এই ভয়াবহ পরিস্থিতিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার।
আরও পড়ুনঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় তাসের ঘরের মত ধ্বস্ত ‘ব্র্যান্ড মোদি’
দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এই প্রকল্প শুধু যে অযৌক্তিক তাই নয়, অন্যায়- অনৈতিক এমন বক্তব্য বিরোধীদের। কিন্তু এসব সত্ত্বেও কাজ চলছে। আর তার মধ্যেই এবার প্রকল্পের আশেপাশে রাস্তা জুড়ে টাঙানো হল নতুন সাইনবোর্ডও। যেখানে স্পষ্ট করে লেখা, ‘ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ।’
সোশ্যাল মিডিয়ায় সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে বিতর্কের ঝড় ওঠার পরই সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের তরফে ইন্ডিয়া গেটের কাছে যেখানে নির্মাণকাজ চলছে, সেখানে স্পষ্টভাবে এই কথা লেখা রয়েছে। পাশাপাশি বিনা অনুমতিতে ওই জায়গায় প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও এই বিষয়ে সিপিডব্লুডি-র আধিকারিকদের থেকে কোন ব্যাখ্যা পাওয়া যায়নি, মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় সরকারও।
আরও পড়ুনঃ ‘ঈদ মোবারক’ জানিয়ে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সরকার। দেশে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে তার মধ্যে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টও চলছে। বৃহস্পতিবার এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাহুল গান্ধী একটি টুইটে লেখেন,“দেশে অক্সিজেন, ভ্যাকসিন, ওষুধের মতো নিখোঁজ প্রধানমন্ত্রীও। শুধু খোঁজ পাওয়া যাচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, ওষুধের উপর GST, আর প্রধানমন্ত্রীর ছবির।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584