ভিত্তিহীন মন্তব্য করবেন না, বাকস্বাধীনতা নিয়ে টুইটারকে সতর্ক করল কেন্দ্র

0
57

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বক্তব্য, প্রত্যেকটি সার্বভৌম দেশের নিজস্ব আইন এবং নীতি রয়েছে। টুইটার শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দেশের আইনি নীতির কাঠামো কেমন হবে সেটা বলার অধিকার নেই টুইটারের। টুইটারের বিবৃতিকে ভিত্তিহীন ও মিথ্যা বলে তীব্র কটাক্ষ করল কেন্দ্র।

twitter | newsfront.co
প্রতীকী চিত্র

উল্লেখ্য, কয়েকদিন আগে ভারতে বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে উদ্বেগ প্রকাশ করে টুইটার। এবার তারই পাল্টা জবাব দিল সরকার। জানানো হয়েছে, আইন মেনে চলা উচিত টুইটারের। নয়া ডিজিটাল আইন নিয়ে আগেই সরব হয়েছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ-সহ বেশি কিছু সমাজমাধ্যম। এরপর সরব হল টুইটারও। টুইটারের অফিসে গিয়ে দিল্লি পুলিশের অভিযানের ঘটনায় টুইটার জানায়, এই ঘটনার পর তাদের কর্মীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তারা।

আরও পড়ুনঃ ভারতের নয়া তথ্যপ্রযুক্তি আইন কার্যকর করতে ৩ মাস অতিরিক্ত সময় চাইল টুইটার

ভারতে বাকস্বাধীনতা নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে টুইটার। টুইটারের এই মন্তব্যের ভিত্তিতে সরকার জানায়, টুইটার যেন এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকে, এতে ভারতের ভাবমূর্তি নষ্টের প্রবণতা বাড়ছে। আরও জানানো হয় যে, সব কর্মীরাই সুরক্ষিত তাদের কোনোরকম ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here