নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নয়া কৃষি আইন ইস্যুতে বুধবার কৃষকদের ফের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে মোদী সরকার। আন্দোলনরত ৪০টি কৃষক ইউনিয়নকে বৈঠকে ডেকেছে সরকার। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, কৃষকদের আর্থিক অবস্থার উন্নতিতে সর্বদা তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানা লাগোয়া এলাকায় কৃষকদের আন্দোলন ৩৪ দিনে পা দিলো। সরকারপক্ষের সঙ্গে কৃষকদের একাধিক বৈঠকেও মেলেনি কোনো রফা সূত্র। এই প্রেক্ষাপটে ফের আলোচনার টেবিলে বসছে সরকার ও কৃষকপক্ষ।
আরও পড়ুনঃ জিও টাওয়ারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সরকারের অনড় মনোভাবকে বার্তা কৃষকদের
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এদিন আরও বলেন যে, ইউপিএ সরকারের সময় মনমোহন সিং, শরদ পাওয়াররা এই আইনগুলি লাগু করতে চেয়েছিলেন। কিন্তু তাঁরা চাপের মুখে পড়ে তাঁরা সেখান থেকে সরে আসেন। কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাঁর কোনও স্বার্থ নেই। তাঁর একটাই লক্ষ্য দেশের উন্নয়ন করা ও মানুষের কল্যাণ করা।
আরও পড়ুনঃ আন্দোলনের মাঝেই ফের কৃষকদের শক্তিশালী করার বার্তা মোদীর
‘কৃষকদের শক্তিশালী করতে পুরোদমে কাজ চালিয়ে যাবে সরকার’ কৃষক বিদ্রোহের আবহে ফের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার শততম কিষান রেলের সূচনা করে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘‘কিষান রেলের সাহায্যে অন্যান্য রাজ্যে নিজেদের পণ্য বিক্রি করতে পারবেন কৃষকরা। কৃষকদের বাজার প্রসারিত করেছে কিষান রেল।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584