শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনার বাড়বাড়ন্তের সময়ে সমস্ত রাজ্যগুলিকে নিজেদের খরচে বিনামূল্যে কিট বিতরণ করেছিল কেন্দ্র। কিন্তু এবার রাজ্যে মোটামুটি সুস্থতার রেশ ফিরে আসতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সাফ জানিয়ে দিল, পশ্চিমবঙ্গকে আর নিখরচায় কোভিড নির্ধারক আরটিপিসিআর কিট দেওয়া হবে না। এবার থেকে এই কিট অর্থ দিয়ে কিনতে হবে রাজ্যকে। কেন্দ্রের এই সিদ্ধান্তের রীতিমতো অসন্তুষ্ট নবান্ন।
দেশের শীর্ষ স্বাস্থ্য সংস্থা আইসিএমআরের তরফে রাজ্যকেও এটাও জানানো হয়েছে, করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিট ও ভিটিএম খোলাবাজার থেকেই রাজ্য স্বাস্থ্য দপ্তরকে কিনতে হবে। ফলত এর ফলে রাজ্য স্বাস্থ্য দফতরের হিসেবে শুধুমাত্র কিট কিনতেই রাজ্যের কোষাগার থেকে রোজ বেরিয়ে যাবে অন্তত ৮-৯ লক্ষ টাকা। তারপর ভিটিএম (ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াম) কেনার খরচও রয়েছে। আর এখন এমন পরিস্থিতি যে, না কিনে পিছিয়েও যেতে পারবে না রাজ্য। ফলে বাড়বে রাজ্যের কোষাগারের ব্যয়।
আরও পড়ুনঃ জিএসটি বাবদ রাজ্যের ২.৩৫ লক্ষ কোটি টাকা দিচ্ছে না কেন্দ্রঃ মুখ্যমন্ত্রীর
ওই নির্দেশিকা অনুযায়ী, ১ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকেই আরটিপিসিআর কিট এবং লালারস সংরক্ষণের ভিটিএম রাজ্যকে কিনে নিতে হবে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তীর কথায়, “আইসিএমআরের অবস্থান জানার পর স্বাস্থ্য দপ্তর জরুরি ভিত্তিতে অন্তত দেড় মাসের জন্য আরটিপিসিআর কিট ও ভিটিএম কিনেছে।”
আরও পড়ুনঃ ৫ দিনে পিএম কেয়ারে ৩,৭০৬ কোটি! কে দিল- প্রশ্ন চিদাম্বরমের
তিনি আরও বলেন, ‘আবার যেখান সেখান থেকে নয়, আইসিএমআর থেকে চারটি নির্দিষ্ট ভেন্ডারকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। টেন্ডারের মাধ্যমে তাদের থেকেই কিনতে হবে। তার ওপর আছে ল্যাবের অন্যান্য খরচ। ফলে খরচ যে অনেকটাই বাড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584