করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় ভাবে নেবে স্বাস্থ্য দফতরই

0
25

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রথম দিকে নিজস্ব হাসপাতালে করোনা রোগী ভর্তি করা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছিলেন হাসপাতাল সুপাররাই। কিন্তু তাতে হাসপাতাল ভিত্তিক দেখা যাচ্ছিল বিভিন্ন রকমের সমস্যা। তাই বঙ্গে করোনা যুদ্ধে রাজ্যের সমস্ত হাসপাতাল ব্যবহার থেকে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় ভাবে নেওয়ার কথা ঘোষণা করল স্বাস্থ্য দফতর। এই মর্মে এক বিশেষ নির্দেশিকা জারি করেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমার।

corona update | newsfront.co
গ্রাফিক্সঃ সৈকত দাস

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রাথমিক ভাবে রাজ্যে ৯২ টি হাসপাতালে ১১৬টি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছিল। কিন্তু আইসোলেশন ওয়ার্ডে যেভাবে বিশেষ সতর্কতার সঙ্গে রোগী ভর্তি করার নিয়ম, তা মানেননি অনেক হাসপাতাল কর্তৃপক্ষই।

আরও পড়ুনঃ শ্রম প্রতিমন্ত্রীর জেলাতেই হিসাব নেই পরিযায়ী শ্রমিকের

ফলে খোদ হাওড়া হাসপাতালের সুপারই আক্রান্ত হয়েছেন করোনায়। আবার রোগী নিয়মমত ভর্তি না করার ফলে গোটা এনআরএস হাসপাতালের ৮৯ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীকেই পাঠাতে হয়েছিল কোয়ারেন্টাইনে। যদিও পরে সকলের রিপোর্ট নেগেটিভ আসে।

আবার যথেষ্ট সুরক্ষা সরঞ্জাম না থাকার অভিযোগ তুলে এবং কামারহাটি সাগর দত্ত হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ শুরু করেছিলেন। আইসোলেশন ওয়ার্ডে বারবার ডিউটি পড়া নিয়ে অভিযোগ তুলেছিল স্বাস্থ্যকর্মীরা। যদিও পরে সরকারের তরফে জানানো হয়, সকলের জন্য সমস্ত সুরক্ষা সরঞ্জামের বন্দোবস্ত করা হয়েছে।

স্বাস্থ্য দফতর মনে করছে, করোনা যুদ্ধে নিজস্ব বিভাগগুলির মধ্যে এবং হাসপাতাল গুলির মধ্যে সমন্বয় রাখা যথেষ্ট প্রয়োজন। কোথাও কোনো প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সমস্যার সৃষ্টি হলে অথবা কোন বেনিয়ম হলে রাজ্যে করোনা রুখে দেওয়ার প্রচেষ্টা ধাক্কা খাবে।

তাই রাজ্যের সমস্ত হাসপাতাল ব্যবহার, তাদের সুরক্ষা সরঞ্জাম এবং ওষুধ পৌঁছে দেওয়া এবং চিকিৎসা স্বাস্থ্যকর্মী সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত এবার নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর।

রাজ্যের যাবতীয় সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের পদোন্নতি বদলি, করোনা হাসপাতালগুলির শিফটের পরিবর্তন, অন্যান্য হাসপাতালের কত লোকজন থাকবে, আইসোলেশন থেকে কোয়ারেন্টাইন নিয়ম কানুন কি হবে, কোন হাসপাতালে কতটা পিপিই থেকে ওষুধ যাবে, মেডিকেল কলেজের কর্মীদের কোথায় কখন ডিউটি দেওয়া হবে, এখন থেকে সমস্তটাই সিদ্ধান্ত নেবে সরাসরি স্বাস্থ্য দফতর।

রাজ্যে যাবতীয় মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ , বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বাস্থ্য ভবনের চূড়ান্ত অনুমতি নিয়ে তবেই তা প্রয়োগ করতে পারবেন। প্রত্যেক হাসপাতালে রোগী কল্যাণ সমিতি এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষগুলির সঙ্গে এ বিষয়ে সহযোগিতা করবে। করোনায় যথাযথ পরিকল্পনা এবং সমন্বয় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here