শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
অবশেষে দেড় মাস পর রাজ্যের মানুষের পর্যাপ্ত ডাল কেন্দ্রের তরফ থেকে এসে পৌঁছল রাজ্যে। রেশনে চাল, গমের সঙ্গে এবার বিনামূল্যে ডালও কথা ঘোষণা করা হলেও কেন্দ্র পর্যাপ্ত ডাল না পাঠানোয় তা দেওয়া সম্ভব হচ্ছিল না। কিন্তু খাদ্য দফতর জানিয়েছে, পর্যাপ্ত পরিমাণ ডাল এসে পৌঁছেছে রাজ্যে। সেই কারণে আগামী ১৫ জুন থেকে রেশনে চাল, গমের সঙ্গে ডাল দেওয়ার কথাও ঘোষণা করল খাদ্য দফতর।
জানানো হয়েছে, রাজ্যের প্রতি পরিবার পিছু মাসে এক কেজি করে ডাল দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে এই ডাল দেওয়া হবে তিন মাস ধরে জুন, জুলাই ও অাগস্ট মাসে। তবে সকলেই এই সুবিধা পাবেন না। যাঁদের কাছে এএওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ড রয়েছে তাঁরাই ডাল পাবেন। ১৬ থেকে ৩০ জুনের মধ্যে পরিবার পিছু এক কেজি করে মুসুর ডাল মিলবে। এর পরে ১৫ জুলাই ও ১৬ আগস্ট থেকে একই ভাবে বিনামূল্যে পরিবার পিছু এক কেজি করে মুগ ডাল দেওয়া হবে।
অর্থাৎ, মাসের দ্বিতীয়ার্ধে গেলে এক সঙ্গে চাল, আটা ও ডাল সম্পূর্ণ বিনামূল্যে একসঙ্গে নিয়ে নেওয়া যাবে। এছাড়াও অন্নপূর্ণা অন্ত্যোদয় প্রকল্পের কার্ড যাঁদের আছে, তাঁরা সময়ে ১৩.৫০ টাকা কেজি দরে চিনিও কিনতে পারবেন।তবে যাদের ডিজিটাল রেশন কার্ড নেই বা যাদের কার্ড থেকেও ল্যাপস হয়ে গিয়েছে বা যাদের রেশন কার্ডই নেই তাঁরা এই ডাল পাবেন কিনা তা পরিষ্কার করে জানানো হয়নি।
আরও পড়ুনঃ বুধবার থেকে কলকাতায় ৮০০ সরকারি বাস
প্রসঙ্গত, কিছুদিন আগে কেন্দ্র পর্যাপ্ত পরিমাণ ডাল পাঠায়নি বলে অভিযোগ করেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ১৪ মে নাগাদ তিনি বলেন, পশ্চিমবঙ্গে ৩ মাস মুসুর ডাল দেওয়া হবে ঘোষণা করেছিল কেন্দ্র। এখন প্রতি মাসে রাজ্যে মুসুর ডাল লাগে ১৪, ৪৩০ মেট্রিক টন। অর্থাৎ ৩ মাসে মোট ডাল লাগবে ৪৩,২৯০ মেট্রিক টন। কিন্তু ১৪ মে পর্যন্ত ন্যাফেড এখনও পর্যন্ত পেয়েছে মাত্র ১৩,২৭০ মেট্রিক টন। যতক্ষণ না পুরো পরিমাণ ডাল পাচ্ছি, ততক্ষণ ডাল সরবরাহ করতে পারা যাবে না বলে জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী। অবশেষে সেই সমস্যা মিটেছে বলে খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584