সুপ্রিম কোর্টের কলোজ়িয়ামের পাঠানো তালিকাতেই সায় কেন্দ্রের, প্রথম মহিলা প্রধান বিচারপতি পাবে দেশ

0
78

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

প্রধান বিচারপতি এনভি রামান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলোজ়িয়াম নয় জন বিচারপতির নাম সুপারিশ করেন। সুপ্রিম কোর্টের কলোজ়িয়ামের এই তালিকাতেই শিলমোহর দিল কেন্দ্র। সেক্ষেত্রে প্রথম একজন মহিলা প্রধান বিচারপতি পেতে চলেছে দেশ।

Judges recommended for Supreme court
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

সুপ্রিম কোর্টের পাঠানো তালিকায় যে নয় জন বিচারপতির নাম ছিল তাঁরা হলেন, কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এএস ওকা, বিচারপতি বিভি নাগারত্ন, তেলঙ্গনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি, গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ, সিকিমের প্রধান বিচারপতি জেকে মহেশ্বরী, কেরল হাইকোর্টের বিচারপতি সিটি রবিকুমার, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ, গুজরাট হাইকোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী ও আইনজীবী পিএস নরসিমহা।

আরও পড়ুনঃ করোনা আবহে মাত্র তিনটি সাপ নৌকা নিয়ে অনুষ্ঠিত হল কেরালার ভল্লম কালী নৌকা দৌড়

সুপ্রিম কোর্টের স্থির করা নামের মধ্যে বিচারপতি বিভি নাগারত্ন আগামী ২০২৭ সালে এক মাসের জন্য হলেও, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন। বর্তমানে দেশের শীর্ষ আদালতে মোট ২৪ জন বিচারপতির আসন রয়েছে, নতুন করে এই নয়জন বিচারপতি নিয়োগ হলেও একটি পদ এখনও পূরণ হচ্ছে না। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট গঠিত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মাত্র আটজন মহিলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন। এবার প্রধান বিচারপতি পদে একজন মহিলার দায়িত্ব গ্রহণ করা নিঃসন্দেহে দৃষ্টান্তমূলক হতে চলেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here