নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সমাধান অধরাই রইল কেন্দ্রের সঙ্গে কৃষকদের আজকের বৈঠকে। সাত দফার আলোচনা শেষেও বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল করতে নারাজ কেন্দ্র। নিজের অবস্থান থেকেও সরতে নারাজ প্রতিবাদী কৃষকেরা। ফলে জানুয়ারি মাসের ৮ তারিখ আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে দু’পক্ষ।

সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক নেতা ও কেন্দ্রের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। চাষীদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী সোমপ্রকাশ। প্রথম থেকেই পরিস্থিতি যে সুবিধার নয়, তা আঁচ করতে পেরেছিলেন কৃষক নেতারা। সে কারণে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে খাবার ভাগ করে নিতেও রাজি হননি ক্ষুব্ধ চাষীরা।
The crucial seventh round of talks between the government and 41 farmers representatives ended without any breakthrough and the next round of talks is expected on January 8, sources said.#farmersprotest #FarmersBill https://t.co/gyBUoradly pic.twitter.com/PIBMaZYB6l
— IANS Tweets (@ians_india) January 4, 2021
দীর্ঘ সময় ধরে চলা বৈঠকের শেষে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে আলোচনার জট কাটেনি। কৃষক নেতাদের স্পষ্ট কথা, বিতর্কিত কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত বলেন, “তিনটি আইন বাতিল করা ও এমএসপি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরাও ঘরে ফিরব না।”
আরও পড়ুনঃ কৃষক মৃত্যুর দায় নিতে হবে সরকারকে সভার আগে সুর চড়াল নেতারা
গত সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হওয়া তিনটি কৃষি আইন নিয়ে প্রায় দেড় মাস ধরে দিল্লির বিভিন্ন সীমানায় চলছে কৃষক আন্দোলন। দেশের নানা জায়গা থেকে আসা লক্ষ লক্ষ কৃষক তাতে শামিল। তাঁদের দাবি, অবিলম্বে, ‘কৃষক বিরোধী’ তিনটি কৃষি আইন প্রত্যাহার করুক কেন্দ্র। এই নিয়ে সাত দফায় কেন্দ্র-কৃষক আলোচনা হলেও এখনও অবধি মেলেনি কোন রফাসূত্র।
আরও পড়ুনঃ মান ভাঙল না বৈশাখীর, মিছিলে অনুপস্থিত শোভনও! অস্বস্তিতে বঙ্গ বিজেপি
মূলত দু’টি দাবি নিয়ে বৈঠক হয়েছে এদিন। এই দুই দাবির মধ্যে একদিকে যেমন রয়েছে কৃষি আইন বাতিল করার মতো দাবি, তেমনই রয়েছে ন্যূনতম সহায়ক মূল্যের (Minimum Support Price) আইনি স্বীকৃতি দেওয়ার দাবিও। এই দাবিগুলি পূরণ না হওয়া অব্দি চলবে আন্দোলন , জানিয়ে দিয়েছেন কৃষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584